নাটোর প্রতিনিধিঃ বৃহস্পতিবার সকালে নাটোর সদর উপজেলার ঋষী নওগাঁ গ্রামে আব্দুর রহিম(২৮) নামে সৌদি প্রবাসী নব বিবাহিত এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছ পুলিশ।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, বুধবার খোলা বাড়িয়া গ্রামের মজিবর রহমানের মেয়ে মরিয়ম খাতুনের বিয়ে হয়। ঋষী নওগাঁ গ্রামের মৃত শামছুলহকের ছেলে রহিমের। বিয়ের সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করে বর ও কনেকে বাসর ঘরে পাঠানো হয়। সকালে ঘরের পাশের একটি আম গাছের ডালে আব্দুর রহিমের ঝুলন্ত লাশ দেখতে পায় এলাকাবাসী। পরে পুলিশে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে এবং ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। এ ব্যাপারে বিজ্ঞাসা বাদের জন্য কনে মরিয়ম তার ভাই ও ভাবীকে থানায় নিয়ে আসা হয়।
স্থানীয় ইউপি সদস্য আব্দুল কাদের জানান, এটি আত্মহত্যা না পরিকল্পিত হত্যা স্পষ্ট নয়। কনে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী তার বয়স ১৩ বছর।