ছাতক প্রতিনিধিঃ সুনামগঞ্জের ছাতক শহরের আশাপাশ এলাকায় পরিস্কার-পরিচ্ছন্নতার কাজ অব্যাহত রেখেছে ‘বিডি ক্লিন’ নামের সেচ্ছাসেবী সংগঠন। প্রতি সপ্তাহের একটি দিনে প্রায় অর্ধশতাধিক ছাত্র-ছাত্রীসহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজর এ সংগঠনে সম্পৃক্ত হয়ে পরিস্কার-পরিচ্ছন্নতার কাজ করছেন। সোমবার বিকেল ৩টায় উপজেলা পরিষদের ডাক বাংলা খেকে কৃষি কার্যালয় পর্যন্ত রাস্তার আশপাশের ময়লা-আবর্জনার স্তুপ সারানোর কাজ করে বিডি ক্লিন’র এর সদস্যরা।
এরআগে সংগঠনের সদস্যরা আবাসিক এলাকার বসবাসরত বাসিন্দাদের সচেতনতা মূলক প্রচারনায় অংশ নেয়। পরিচ্ছন্ন ও জীবাণুমুক্ত বাংলাদেশ গড়ে তোলাই বিডি ক্লিন’র মূল লক্ষ্য, এমন মানসিকতা ও চিন্তা মাথায় নিয়ে যত্রতত্র ময়লা-আবর্জনা ছুড়ে ফেলার অভ্যাস পরিবর্তনের জন্য ডাস্টবিন ব্যবহারের জনসচেতনতা বৃদ্ধি করতে এক ঝাক তরুন-তরুনী কাজ করছে। এসময় সংঘঠনের সদস্যরা গ¬াফস পরে হাতে ঝাড়–, বেলচা, কুদাল নিয়ে রাস্তা ও ড্রেন পরিস্কার করতে দেখা গেছে। পরিস্কার পরিচ্ছন্নতা বিষয়ে আপামর জনগনকে সচেতন করার লক্ষ্যে বিডি ক্লিন দেশ ব্যাপী কাজ করছে বলে টিমের সদস্যরা জানিয়েছেন।
এ সংগঠনে এখন পর্যন্ত প্রায় শতাধিক কর্মী সেচ্ছাশ্রমে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে বলে জানান, সংগঠনের টিম লিডার মো. মাহবুল আলম তানিম। পরিস্কার-পরিচ্ছন্নতা কাজের শুরুর পূর্বে বিডি ক্লিন সদস্যদের শপথ বাক্য পাঠ করান উপজেলা ইউআরসি ইন্সট্রাকটর মোস্তফা আহসান হাবিব। পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানে শিক্ষার্থী আবিদ হাসান, আবু আনসার, কামরুজ্জামান নাজমুল, তাসলিমা সিদ্দিকা চৌধুরী, হুমাইয়া রাত্রি, জেএস শুভসহ অর্ধশতাধিক কর্মী পরিচ্ছন্ন কাজে নিয়োজিত ছিল।