14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

বিটিভি চট্টগ্রামে নির্মিত হল শিশুতোষ নাটক ‘ইচ্ছে পূরণ’

নিউজ ডেস্ক
January 31, 2022 4:32 pm
Link Copied!

ওরা পাঁচ জন খুব ভাল বন্ধু। তারা সব সময় একজন আরেক জন ছাড়া কখনো বের হয় না। খেলাধুলা, কোচিংয়ে যাওয়া, স্কুলে যাওয়া, ঘুরাঘুরি করা থেকে শুরু করে সব জায়গায় তারা এক সাথে থাকে।

খেলতে গিয়ে হঠাৎ আদরের পা ভেঙ্গে যায়। তারপর সে আর খেলতে যেতে পারে না। বন্ধুদের সাথে আড্ডা দিতে পারে না। এ ব্যাপার নিয়ে তাদের মন খুব খারাপ হয়ে আছে। ওই মুহূর্তে তারা একাট বুদ্ধি বের করে এবং সেটা কাজে লাগিয়ে সাফল্য অর্জন করে।

এমনি ঘটনা নিয়ে আহমেদ কামাল আফতাবের রচনায় অরিন্দম মুখার্জি বিংকু প্রযোজনায় বিটিভি চট্টগ্রাম কেন্দ্র নির্মাণ করল শিশুদের নিয়ে নাটক ‘ইচ্ছে পূরণ’। নাটকটিতে অভিনয় করেছে শিশু শিল্পী রাহা, অপরুপ, নায়েম, সপ্ন, অপসরা প্রমুখ।

নাটকটি আগামী ১৯ ফেব্রুয়ারী বিটিভি চট্টগ্রাম কেন্দ্র হতে প্রচার করা হবে। নাটকটা সবার ভাল লাগবে বলে আশা প্রকাশ করেছেন প্রযোজক অরিন্দম মুখার্জি বিংকু।

http://www.anandalokfoundation.com/