স্টাফ রিপোর্টারঃ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘মুক্তিয্দ্ধু ও জামায়াতের প্রশ্নে ডবল স্ট্যান্ড রাজনীতির কারণে বেগম খালেদা জিয়ার বিএনপি জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তাই তারা এখন গণতন্ত্রের রাজনীতির পরিবর্তে নৈরাজ্যের পথে নেমেছে।’
জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে গণআজাদী লীগের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘বেগম খালেদা জিয়া ব্যক্তিগত কারণে লন্ডেনে আছেন। উনি সেখানে থাকা অবস্থায় এদেশে দুইজন বিদেশী নাগরিক হত্যা হয়েছেন। তাই বিদেশী হত্যার সঙ্গে লন্ডনী ষড়যন্ত্রের কোনো যোগসুত্রতা রয়েছে কিনা তা খতিয়ে দেখা হবে।’ তিনি বলেন, ‘ওই হত্যার সঙ্গে যেই জড়িত থাকুক না কেনো তার স্বরুপ উদঘাটন করা হবে। খালেদা জিয়ার দীর্ঘ অনুপস্থিতিতে এ হত্যার ঘটনা ঘটেছে।’ সভায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেন, ‘দেশ এখন কঠিন ও সুসময় দু’টোই একসঙ্গে পার করছে। দেশ যখন নানা দিক থেকে এগিয়ে যাচ্ছে এবং ধরিত্রি কন্যা শেখ হাসিনা বিশ্ব সভায় জায়গা করে নিচ্ছেন তখন দুই বিদেশীকে খুন করা হয়েছে।’ তিনি বলেন, ‘দেশকে অস্থিতিশীল করতে পরিকল্পিতভাবে এ হত্যার ঘটনা ঘটানো হয়েছে। যাদের নূন্যতম বিবেকবোধ ও গণতান্ত্রিক চেতনা আছে তারা একাজ করতে পারেনা। বিএনপি-জামাতের অন্ধকার সময়ে দেশে জঙ্গিবাদের উত্থান হয়। এখানে এখনও জঙ্গিবাদের তৎপরতা রয়েছে, কিন্তু বাংলাদেশের তরুণরা আইএস এর মতো সভ্যতাবিরোধী রাজনীতিতে যুক্ত হতে পারে না।’ আলোচনা সভায় বক্তব্য দেন, সাবেক শিল্পমন্ত্রী ও সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, এ্যাডভোকেট এনামুল হক, ব্যারিস্টার জাকির আহম্মেদ, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক ডা. মো. শাহাদত হোসেন, রাজনীতিবিদ লায়ন আব্দুস সালাম চৌধুরী, গণতান্ত্রিক মজদুর পার্টির সভাপতি মো. জাকির হোসেন, বাসদ আহবায়ক রেজাউর রশীদ খান, গণ-আজাদী শিল্পী গোষ্ঠীর আহবায়ক শাহীনা খান, জাতীয় পার্টি (জেপি) নেতা আবুল খায়ের সিদ্দিক, বাংলাদেশ তরিকত ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আলী ফারুকী ও কমিউনিস্ট কেন্দ্রের আহবায়ক ডা. ওয়াজেদুল ইসলাম খান। আলোচনা সভার শুরুতে গণআজাদী শিল্পী গোষ্ঠীর শিল্পীরা গণসঙ্গীত পরিবেশন করেন।