স্টাফ রিপোর্টার: জাতীয় স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
শনিবার রাত সাড়ে ৯টার দিকে গুলশানে নিজের রাজনৈতিক কার্যালয়ে বৈঠক করেছেন তিনি।
খালেদা জিয়ার সভাপতিত্বে বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান, তরিকুল ইসলাম, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান প্রমুখ উপস্থিত ছিলেন।
বৈঠকে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, দলের সাংগঠনিক পুনর্গঠন প্রক্রিয়ার অগ্রগতি, ষষ্ঠ কাউন্সিল ও ইউনিয়ন পরিষদ নির্বাচনসহ সার্বিক বিষয় নিয়ে আলোচনা হওয়ার সম্ভবনা ছিল।