13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

কালীগঞ্জে বিএনপি’র সহিংসতা বিরোধী সমাবেশ- ভাংচুর-লুটপাটে দলের কেউ জড়িত হলেই ব্যবস্থা

Link Copied!

ঝিনাইদহ কালীগঞ্জে থানা ও পৌর বিএনপি’র উদ্যোগে সহিংসতা বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।  বুধবার বিকেল ৪ টায় মেইন বাস্ট্যান্ডে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর সারাদেশে ঘটে যাওয়া বিচ্ছিন্ন ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা প্রতিরোধে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কারামুক্তি উপলক্ষে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সকল ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন গ্রাম থেকে আসা বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজের নির্দেশনায় উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ¦ মাহাবুবার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সিনিয়র যুগ্ম আহবায়ক নুরুল ইসলাম, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম তোতা, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম সাইদুল, ইলিয়াস রহমান মিঠু, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন, মোশাররফ হোসেন, জবেদ আলী, মোহাম্মদ আলী জিন্নাহসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন, দীর্ঘ আওয়ামী স্বৈর শাসনের পর ছাত্র-জনতার ঐক্যবদ্ধ আন্দোলন, ত্যাগ ও রক্তের  বিনিময়ে স্বৈরাচার হাসিনা দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এটা এক বিশাল বিজয়। এই বিজয় ধরে রেখে দেশ পুনর্গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তারা বলেন, আজকের এ সুদিনে দলের মধ্যে অনেক দূর্বৃত্তকারী অনুপ্রবেশ করে চাঁদাবাজি, লুটপাট, অগ্নিসংযোগ ও ভাংচুর করে অরাজকতা সৃষ্টি করছে। তারা আওয়ামীলীগের দোসর। এ কারনেই দেশের মানুষের অর্জিত বিজয়কে তারা ধুলিসাৎ করার অপচেষ্টা করছে। বক্তারা কঠোর হুঁশিয়ারি উচ্চারণ বলেন, দলের কেউ এমন ঘৃণিত কাজে জড়িত থাকার প্রমাণ মিললে তাকে কোনভাবেই ছাড় দেয়া হবে না। সবশেষে বৈষম্যবিরোধী বাংলার বীরদের মধ্যে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়।
http://www.anandalokfoundation.com/