13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

বিএনপির প্রতি সরকারের অভিযোগ দুরভিসন্ধিমূলক

admin
October 10, 2015 11:03 pm
Link Copied!

বিশেষ প্রতিবেদকঃ  সরকার সম্পূর্ণ অসৎ উদ্দেশ্যে বিরোধী দলের ভাবমূর্তি বিনষ্ট করতে বিএনপি ও অন্যান্য বিরোধী দলসমূহের প্রতি দুরভিসন্ধিমূলক (দুই বিদেশী নাগরিককে হত্যার) অভিযোগ এনেছে বললেন বিএনপির মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন। নতুন করে নির্যাতনের পন্থা হিসেবে ইতিমধ্যে বিরোধী দলের অনেককে  গ্রেফতারও করেছে। আমরা এর তীব্র নিন্দা করি এবং সরকারের অভিযোগ ঘৃণাভরে প্রত্যাখ্যান করি।

শনিবার নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।বিএনপির মুখপাত্র বলেন, বাংলাদেশে জঙ্গীবাদের প্রতিষ্ঠাতা হাসানুল হক ইনু’র এসব তৎপরতার উদ্দেশে খুবই রহস্যজনক এবং বর্তমান সংকট  থেকে উত্তরণেরও তিনি প্রতিবন্ধক। এই তথ্যমন্ত্রীর দায়িত্বকালে বাংলাদেশের গণমাধ্যমকে তিনি গলাটিপে ধরতে সবসময় সচেষ্ট রয়েছেন। আমরা মনে করি  দেশে ধর্মীয় উগ্রবাদের কোন তৎপরতা নেই-তারপরেও যখন এধরনের দাবি উঠেছে-তখন তা খতিয়ে দেখতে হবে এবং উদ্ভুত সকল চ্যালেঞ্জ ঐক্যবদ্ধভাবেই  মোকাবেলা করতে হবে। আমি দলের মুখপাত্র হিসেবে প্রথমেই এবং পরবর্তীতে দলের  ভারপ্রাপ্ত মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব প্রশ্নে জাতীয় ঐক্য প্রতিষ্ঠার আহবান জানিয়েছিলেন।আমরা মনে করি জাতীয় স্বার্থে যাবতীয় জাতীয় সংকটে সকল ভেদাভেদ ভুলে একযোগে  দেশের স্বার্থে কাজ করা জরুরি। এটা আমাদের রাজনীতির ইতিবাচকতার আবারো প্রমান।কিন্তু অতীব দু:খের সঙ্গে বলতে হয়, সরকারের তথ্যমন্ত্রী আমাদের এই আহবানকে অসম্মান করেছেন। আমরা জানি বর্তমান তথ্যমন্ত্রী ১৯৭২-১৯৭৫ সময়ে এদেশের রাজনীতিতে উগ্রপন্থারজনক। এই পরজীবী রাজনীতিক এদেশে সহিংস রাজনীতির পথপ্রদর্শকও বটে।

দেশের স্বার্থে  ভেদাভেদ ভুলে একযোগে কাজ করার আহ্বান জানান বিএনপির মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন।রিপন বলেন, কয়েকটি রাষ্ট্র তাদের নাগরিকদের বাংলাদেশে ভ্রমণে সতর্কতা জারি করেছে। অধিক নিরাপত্তার প্রশ্নে  দেশের পর্যটন মেলা স্থগিত হয়ে  গেছে। বিদ্যুৎ উৎপাদনের সঙ্গে যুক্ত বিদেশিরা কর্মস্থল ছেড়ে ঢাকায় অবস্থান করছেন। এ অবস্থায় জাতি হিসেবে আমরা উদ্বিগ্ন। তিনি বলেন,  দেশে ধর্মীয় উগ্রবাদের কোনো তৎপরতা  নেই। তারপরও যখন এ ধরনের দাবি উঠেছে, তখন তা খতিয়ে  দেখতে হবে। এ ধরনের সব চ্যালেঞ্জ ঐক্যবদ্ধভাবেই মোকাবেলা করতে হবে।জাতীয় স্বার্থে যাবতীয় জাতীয় সংকটে সব ভেদাভেদ ভুলে একযোগে কাজ করা জরুরি। তিনি আরো বলেন, আমরা বিদেশি বন্ধু রাষ্ট্রগুলোকে বলতে চাই-বাংলাদেশের সব ধর্মের মানুষ ধার্মিক। কিন্তু তারা ধর্মান্ধ নন। তারা কোনোমতেই কোনো উগ্রপন্থাকে প্রশ্রয় দেন না বরং ঘৃণা করেন। এমন একটি রাষ্ট্রে বিদেশিসহ সব মানুষ নিরাপদবোধ করবেন-এটাই আমাদের প্রত্যাশা।রিপন বলেন, সম্প্রতি দু’জন বিদেশি নাগরিকের হত্যাকাণ্ড ও এর সঙ্গে আইএস’ সংশ্লিষ্টতার বিষয়টি আমাদের আন্তর্জাতিক মিত্ররাও খতিয়ে  দেখছে। সরকারও স্পষ্ট করে জানিয়েছে-এদেশে আইএস এর কোনো অস্তিত্ব  নেই। বিষয়টি তদন্তের পর্যায়ে রয়েছে। কিন্তু সরকার অভিযোগ আনছে বিএনপির বিরুদ্ধে। আমরা এর নিন্দা জানাই ও অভিযোগ প্রত্যাখ্যান করছি।

অবিলম্বে জাতীয় পার্টির  চেয়ারম্যান এইচএম এরশাদকে প্রধানমন্ত্রীর বিশেষ দূতের দায়িত্ব থেকে অপসারণের দাবি জানিয়েছে বিএনপি।আসাদুজ্জামান রিপন বলেন,  স্বৈরাচার এরশাদকে প্রধানমন্ত্রীর বিশেষ দূত হিসেবে রাখা সকল শহীদের সঙ্গে  বেঈমানী ছাড়া আর কিছু নয়। তাকে বিশেষ দূতের দায়িত্ব ও তার গাড়িতে জাতীয় পতাকা দিয়ে সরকার শহীদদের আত্মাকে কষ্ট দিয়েছে। আর এরশাদকে বিশেষ দূত হিসেবে রাখাও জাতির জন্য লজ্জাজনক। দুই বিদেশি নাগরিক হত্যা ফলে বাংলাদেশে উগ্রবাদ ও জঙ্গিবাদ রয়েছে বলে আশঙ্কা প্রকাশ করেছে বহির্বিশ্ব- এমন সংবাদের পরিপ্রেক্ষিতে তিনি বলেন, আমি বর্হিবিশ্বকে বলতে চাই, বাংলাদেশে সকল ধর্মের মানুষ বসবাস করেন এবং তাদের ধর্মের প্রতি বিশ্বাস রয়েছে। কিন্তু বাংলাদেশের মানুষ ধর্মান্ধ নয়।তবে যেহেতু বহির্বিশ্ব  থেকে বলা হচ্ছে বাংলাদেশে উগ্রবাদ ও জঙ্গিবাদ আছে। তাই আমি সরকারকে আহ্বান জানাচ্ছি এ বিষয়টি খতিয়ে  দেখার জন্য। উগ্রবাদ ও জঙ্গিবাদের বিষয়ে তদন্ত হওয়া উচিৎ।’মন্তব্য করেন রিপন।ক্ষমতাসীনরা গণমাধ্যমের ওপর অর্থনৈতিক অবরোধ চালাচ্ছে দাবি করে তিনি বলেন, সরকারের উচ্চ পর্যায়  থেকে দেশের দুটি গণমাধ্যমে (দ্য  ডেইলি স্টার ও  দৈনিক প্রথম আলো) বিজ্ঞাপন বন্ধ করে দেয়ার জন্য সব প্রতিষ্ঠানকে চাপ প্রয়োগ করা হচ্ছে। যাতে করে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে সরকারের কাছে আত্মসমর্পণ করে। সংবাদ সম্মেলনে আমার  দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান ও সাংবাদিক  নেতা শওকত মাহমুদসহ আটক সব সাংবাদিকের মুক্তি দাবি করা হয়।এসময় বিএনপির সহসাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, যুব বিষয়ক সম্পাদক  সৈয়দ  মোয়াজ্জেম হোসেন আলম, সহদপ্তর সম্পাদক আসাদুল করিম শাহীন প্রমুখ উপস্থিত ছিলেন।

http://www.anandalokfoundation.com/