13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

বারবাজারে এমপি আনারকে সংবর্ধনা দিল মৎস আড়ৎদার ও ফড়িয়া সমবায় সমিতি

admin
September 9, 2016 8:49 pm
Link Copied!

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল আজীম কে এক সংবর্ধণা প্রদান করা হয়েছে। শুক্রবার বিকেলে বারবাজার মৎস আড়ৎদার ও ফড়িয়া সমবায় সমিতির আয়োজনে এ সংবর্ধনা প্রদান করা হয়।

বারবাজার মৎস সমবায় সমিতির সভাপতি মোঃ আবুল কাশেমের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ঝিনাইদহ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল আজীম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান এস এম জাহাঙ্গীর সিদ্দিকী ঠান্ডু, ভাইস চেয়ারম্যান মতিয়ার রহমান মতি, মহিলা ভাইস চেয়ারম্যান শাহানাজ পারভিন, ৯ নং বারবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ, বারবাজার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান রঞ্জু, ইউপি সদস্য স্বপন জোয়ার্দ্দার প্রমুখ।

সংবর্ধনা অনুষ্ঠানে এমপি আনার বলেন, বারবাজারকে শতভাগ মাদক মুক্ত করতে হবে। এজন্য তিনি জনপ্রতিনিধিসহ এলাকাবাসীর সহযোগিতা কামনা করেন।

এছাড়া বারবাজারে বাসটার্মিনাল, ১০ বেডের একটি হাসপাতাল, শহরকে প্রসার করার জন্য একটি পুকুর ভরাটসহ রাস্তা-ঘাটের উন্নয়ন করার জন্য প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

http://www.anandalokfoundation.com/