বাগআঁচড়ায় অবৈধ ভাবে গড়ে উঠা আল-মদিনা প্রাইভেট হাসপাতাল লিমিটেডে চিকিৎসা সেবার নামে চলছে রমরমা গলা কাটা বানিজ্য। কামরুজ্জামান নামের গ্রাম্য হাতুড়ে ডাক্তার নামধারী এক কসায় এই হাসপাতালটির মালিক। জানাগেছে বছর কয়েক আগে বাগআঁচড়া বাজারের বেত্রাবতী সড়কে পাইমারী স্কুলের পেছনে গ্রাম্য হাতুড়ে ডাক্তার কামরুজ্জামান সু-চিকিৎসা দেওয়ার নামে অবৈধ ভাবে একটি প্রাইভেট হাসপাতাল খুলে বসে এলাকার সহজ সরল নিরীহ রোগীদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে। আর এই হাসপাতালটি চলছে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের মোটা অংকের মসোহারা দিয়ে। ফলে সাধারণ মানুষ টাকা খরচ করেও উপযুক্ত চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে। নাম সর্বস্ত এ হাসপাতাটিতে বছরে অর্থ বানিজ্য হয় লক্ষ লক্ষ টাকা।
বাংলাদেশ সরকারের দি মেডিকেল প্রাকটিস এন্ড প্রাইভেট ক্লিনিক ল্যাবরেটরীজ রেজুলেশন অডিন্যন্স ১৯৮২ মোতাবেক বেসরকারী ক্লিনিকে যে সব জনবল, চিকিৎসা যন্ত্রাংশ এবং পরিবেশ বজায় থাকার কথা এ হাসপাতালে তার লেশ মাত্র নেই। সরজমিনে দেখা গেছে ১০ বেডের জন্য অনুমতি থাকলেও এ ক্লিনিকে প্রায় ৪০টি বেডের। যা আইনত দন্ডনীয় অপরাধ। এ হাসপাতালটিতে মারাতœক অনিয়ম, অব্যবস্থাপনা, অস্বাস্থ্য কর অবস্থার করুণ চিত্র ফুটে উঠেছে। এখানে সপ্তহ একদিন ডাক্তার সিরিয়াল দিয়ে একের পর এক কসায়ের মত রোগী অপারেশন করে চলে যায়। রোগীদের দেখা শোনা করে তথাকথিত সেবীকারা। রোগী অবস্থা যখন মারাতœক হয়ে উঠে এ ক্লিনিকের মালিক রোগীকে যশোর, খুলনা কিম্বা ঢাকাতে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। এ হাসপাতালটিতে সিনিয়র স্টাফ নার্স নেই। প্রত্যান্ত গ্রাম্য অঞ্চল থেকে পেটে ভাতে মেয়েদের রেখে তাদেরকে দিয়ে চলে সিনিয়ার স্টাফ নার্স এর কাজ। এই ক্লিনিকে অপারেশন থিয়েটারের অবস্থা আরও শোচনীয়। অপারেশনের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি, প্রযাপ্ত অক্সসিজেন, ব্যাল্ড ও আলোর ব্যবস্থা নেই। অথচ এখানে চলছে বড় বড় সব অপারেশন। এই অপারেশন গুলো করা হয় নির্ধারিত চুক্তিতে। তাই অপারেশন করা রোগীদেরকে নিজের ক্লিনিক থেকে অত্যান্ত নি¤œ মানের ঔষধ সরবরাহ করা হয়। ফলে এই রোগী ক্লিনিক ত্যাগ করলেও পরবর্তীতে নানা জটিলতায় ভূগে মৃত্যুর মুখে পতিত হয়।
এসব অব্যবস্থাপনা, অনিয়ম ও অস্বাস্থ্যকর করছে অবৈধ ভাবে গড়ে উঠা এই আল-মদিনা পাইভেট হাসপাতাল লিঃ এ। অথচ মোটা অংকের টাকা পেয়ে নিশ্চুপ রয়েছে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা। মানবতাবোধ ও সেবার মানসিকতা ভুলে হাজার ও অভিযোগ হজম করছেন নির্বিঘেœ। এব্যাপারে ক্লিনিকটির মালিক কামরুজ্জামানের কাছে জানতে চাইলে তিনি বলেন সিভিল সার্জন সাথে আমার সুসম্পার্ক রয়েছে পত্রিকায় লিখে কোন লাভ নেই।