ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশী কিশোরীকে ধর্ষণ ও চাঁদাবাজির অভিযোগে ভারতীয় পুলিশ কনস্টেবল গ্রেপ্তার

Link Copied!

বাংলাদেশী কিশোরীকে ধর্ষণঃ  বাংলাদেশ থেকে সাংলিতে গিয়ে এক আত্মীয়ের কাছে থাকত ১৭ বছরের এক কিশোরী। তাকে অনেকবার ধর্ষণ করেছে এক পুলিশ কনস্টেবল। বার বরখাস্ত করা হলো সেই কনস্টেবলকে। ঘটনাটি ভারতের মহারাষ্ট্রের সাংলি জেলার।

শুধু ধর্ষণেই থামেনি সেই পুলিশ সদস্য, ওই কিশোরীর কাছ থেকে দুলাখ এবং তার আত্মীয়র কাছ থেকে পাঁচ লাখ রুপি নিয়েছিল। তাদের ভয় দেখিয়ে ওই কনস্টেবল টাকা আদায় করেছিলে বলে অভিযোগ রয়েছে। ছাড়াও সে হুমকি দিয়েছিল, টাকা না দিলে তাদের বাড়িতে এসে পুলিশ তল্লাশি চালাবে। ওই পুলিশের উপর্যুপরি ধর্ষণে অতিষ্ঠ হয়েসেই বাংলাদেশী কিশোরীর পক্ষ থেকে লোকাল থানায় অভিযোগ জানানো হয়।

পুলিশ জানিয়েছে, সাংলির বিশ্রামবাগ থানায় ওই কনস্টেবলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের হয়েছিল। তার পরই তাকে গ্রেপ্তার করা হয়। স্থানীয় আদালত পুলিশি হেফাজতে পাঠায় তাকে। পরে অভিযুক্ত কনস্টেবলকে বৃহস্পতিবার বরখাস্ত করেন সাংলির পুলিশ সুপার ডা. বাসবরাজ তেলি।

http://www.anandalokfoundation.com/