আরি মোল্ল্যা, ঝিনাইদহ॥ ৩০আগস্ট’২০১৭: ভয়াবহ বন্যায় ভেসে গেছে দেশের উত্তরাঞ্চল। মানুষ, পশু, ঘরবাড়ি আজ পানিতে নিমজ্জিত। সেই বন্যা দুর্গতদের পাশে দাড়িয়েছে ঝিনাইদহ সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং-৩৫৪, খুলনা)।
মঙ্গলবার সন্ধ্যায় শ্রমিকদের মজুরির ৫০ হাজার টাকা তুলে দেওয়া হয় ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র আলহাজ সাইদুল করিম মিন্টুর হাতে। এই টাকা জেলা প্রশাসকের মাধ্যমে পৌছে দেওয়া হবে বন্যা দুর্গতদের হাতে। সন্ধ্যায় অর্থ প্রদানের সময় উপস্থিত ছিলেন জেলা সড়ক পরিবহন শ্রমিক দাউদ হোসেন, সহ-সভাপতি আনু মন্টু মণ্ডল, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সাগর, সহ-সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, দপ্তর সম্পাদক সাজেদুল ইসলাম সাজে, ধর্ম ও সমাজ কল্যাণ সম্পাদক রেজাউল হক, কার্যকরী সদস্য রবিউল ইসলাম, আনোয়ার হোসেন, মুক্তার হোসেন, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সম্ভুনাথ চক্রবর্তী হারান প্রমুখ।