14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

প্রেস ক্লাবের সামনে গুলি করে ২০ লাখ টাকা ছিনতাই

admin
July 2, 2016 10:37 pm
Link Copied!

স্টাফ রিপোর্টারঃ রাজধানীর প্রেস ক্লাবের সামনে গাড়ির ভেতরে থাকা টেক্সটাইল কর্মকর্তাকে গুলি করে ২০ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা। গুরুতর আহত সুবহান মিয়া (৪৫) নামে ওই কর্মকর্তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ বিকেল ৫টার দিকে সবহান মিয়া টেক্সটাইলের মালিকের ভাই শাকিলসহ চারজন চকবাজার থেকে ২০ লাখ টাকা নিয়ে প্রাইভেট কারে করে ডেমরার দিকে রওনা দেন।

সুবহান মিয়া ডেমরার আল হিজার টেক্সটাইল মিলের সুপার ভাইজার। ওই প্রতিষ্ঠানের মালিক মালিক ওয়াদুদ আহমেদ। চকবাজারে তার আরো একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে।

তারা অভিযোগ করেন, কারটি তোপখানা রোডের জাতীয় প্রেস ক্লাবের সামনে পৌঁছালে চারটি মটরসাইকেলে থাকা আটজন ছিনতাইকারী গাড়ির গতিরোধ করে। তারা গাড়িতে থাকা সোবহানের ডান পায়ে দুই রাউন্ড গুলি করে টাকার ব্যগ নিয়ে পালিয়ে যায়।

শাহবাগ থানার এস আই কাওসার আলী জানান, ঘটনাটি তদন্ত করে এর সাথে জড়িতদের ধরার চেষ্টা চালানো হচ্ছে।

http://www.anandalokfoundation.com/