ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

”প্রিয় বাংলাদেশ”

admin
October 11, 2019 6:22 pm
Link Copied!

প্রিয় বাংলাদেশ
সুদীপ চন্দ্র হালদার

এক অবারিত সবুজের দিগন্ত ছুঁয়ে,
অসীম নীলাকাশ যে দেশে রয়েছে নুয়ে,
এ সেই দেশ, আমার প্রিয় বাংলাদেশ।

তরুনী বধূর সিঁথির সিদুর মুছে দিয়ে,
পিতার জায়নামাজের কাপড় রক্তে ভিজিয়ে অর্জিত যে দেশ,
এ সেই দেশ, আমার প্রিয় বাংলাদেশ।

বাতাসে দোলায়িত শাড়ীর আঁচলের ন্যায়,
যে দেশে বয়ে চলেছে আঁকাবাঁকা হাজারো নদী
এ সেই দেশ, আমার প্রিয় বাংলাদেশ।

কৃষক কৃষাণীর ঘাম ঝরা স্বপ্ন বুনন,
শাপলা শালুকের অনাবিল বিচরণ যে মাঠে ঘাটে বিলে,
এ সেই দেশ, আমার প্রিয় বাংলাদেশ।

ঝিঙা ফুল ফুটতে দেখে যে দেশে,
বধূ জ্বালায় সন্ধ্যার দীপালি,
এ সেই দেশ, আমার প্রিয় বাংলাদেশ।

নকশী কাঁথার কল্পবিলাসী প্রেমময়ী বুননে,
প্রিয়া যেথায় ব্যক্ত করে হৃয়য়ের কথন,
এ সেই দেশ, আমার প্রিয় বাংলাদেশ।

প্রকৃতির বদান্য হাতের অকৃপণ দানে,
অপরূপ সৌন্দর্যের লীলাভূমি যে দেশ,
এ সেই দেশ, আমার প্রিয় বাংলাদেশ।

যুগে যুগে লোলুপ দানবের রক্তচক্ষু যখন দেশ মাতৃকাতে,
দূর্জয় আত্মমর্যাদায় বলীয়ান আত্মোৎসর্গী যে দেশে,
এ সেই দেশ, আমার প্রিয় বাংলাদেশ।

http://www.anandalokfoundation.com/