13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

প্রতিবন্ধী সন্তান জন্ম দেওয়ায় ঘরছাড়া গৃহবধূ মমতাজ

admin
May 7, 2017 1:22 pm
Link Copied!

মেহের আমজাদ,মেহেরপুর (০৭-০৫-১৭):  শ্বশুর শ্বাশুড়ী আমাকে বলতেন, তুই অপয়া-পোঁকাড়ে বেগুন জন্ম দিয়েছিস। এর দায়ভার তোকেই নিতে হবে। ওর চিকিৎসা করে আর কি হবে। উঠতে বসতে নানা নির্যাতন সইতে হয়েছে। আর স্বামী বিদেশে গিয়ে তার বাবা-মায়ের কথা শুনে আমার সঙ্গে যোগাযোগ বিছিন্ন করে দিয়েছে। গরীব পিতার বাড়িতে খেয়ে না খেয়ে কোনমতে বেঁচে আছি। এভাবেই নিজের দুর্বিসহ জীবনের বর্ণনা দিচ্ছিলেন মেহেরপুর গাংনী উপজেলার কাজিপুর গ্রামের নির্যাতিত গৃহবধু মমতাজ বেগম। প্রতিবন্ধী শিশু পুত্র জন্ম দেয়ার অপরাধে শ্বশুর শ্বাশুড়ীর নির্যাতনের শিকার মমতাজ এখন বড় অসহায়। দাম্পত্য জীবনের নানা নির্যাতনের কথা বলতে গিয়ে কান্নায় ভেঙ্গে পড়েন তিনি।

গৃহবধু মমতাজ বলেন, আমার তো কোন আয়-রোজগার নেই। ছেলের চিকিৎসা করাতে পারছি না। প্রতিদিন ছেলের জন্য ওষুধ ও  খাবার লাগে। একমাত্র বুকের ধন না খেয়ে বিনা চিকিৎসায় মরতে বসেছে। বর্তমানে তিনি পিতার বাড়ি একই উপজেলার বেতবাড়ীয়া গ্রামে অবস্থান করছেন। নির্যাতনের মামলায় গাংনী থানা পুলিশ তার শ^শুর-শ^াশুড়ীকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে । তারা দুজনে বর্তমানে জেল হাজতে রয়েছেন। মামলা তুলে নিতে মমতাজকে হুমকি দেয়া হচ্ছে বলে অভিযোগ তার পরিবারের।

জানা গেছে, কাজিপুর গ্রামের মকবুল হোসেনের ছেলে সেলিম রেজার সঙ্গে নয় বছর আগে বিয়ে হয়। সেলিম তার আপন খালাতো ভাই। তখন সে অষ্টম শ্রেণির ছাত্রী ছিল। মমতাজের সঙ্গে তার বিয়ে না হলে বিষপানে আত্মহত্যা করবে বলে হুমকি দিয়েছিল সেলিম। মমতাজের পিতা-মাতার আপত্তি সত্ত্বেও বিয়ে হয়। বিয়ের পর তার লেখাপড়া বন্ধ হয়ে যায়। কিছুদিন দাম্পত্য জিবন ভাল কেটেছে। ২০১০ সালে তার প্রতিবন্ধী ছেলে সাবিদের জন্ম হয়। এখন তার বয়স সাত বছর। হাঁটা-চলা করতে পারে না। মায়ের কোলে বসেই তার আহারসহ যাবতীয় কার্যাদি চলে। মুখে তুলে খাইয়ে দিতে হয়। উঠে দাঁড়াতে পর্যন্ত পারে না।

সাবিদের জন্মের পর থেকেই মমতাজের দাম্পত্য জীবনের সুখে ছেদ পড়ে। স্বামী ও শ্বশুর শ্বাশুড়ীর কটু কথা শুনতে হয়। সাবিদের এই অবস্থার জন্য তারা মমতাজকে দায়ী করে। এভাবেই শারীরিক ও মানসিক নির্যাতনের মধ্যেই দাম্পত্য জীবনের সময় পার হতে থাকে। প্রায় ৮ মাস আগে তার স্বামী সেলিম রেজা ওমানে পাড়ি জমায়। বিদেশ যাওয়ার জন্য মমতাজের পিতা ঋণ করে দেড় লাখ টাকাও দেন জামাইকে। মেয়ের সুখের জন্য তিনি ধার-দেনা করতে পিছু পা হননি। কিন্তু সুখের বদলে তার জীবনে নেমে আসে অন্ধকারের অমানিষা।

নির্যতিত গৃহবধূ মমতাজ বেগম জানান, স্বামী বিদেশ যাওয়ার পর থেকে তার সঙ্গে যোগাযোগ করেনি। পিতা-মাতার সঙ্গে মোবাইলে কথা হয়। কিন্তু ছেলে ও স্ত্রীর খোঁজ নেয়না স্বামী সেলিম রেজা। স্বামীর বাড়িতে অসহায় জীবন-যাপন করার এক পর্যায়ে সম্প্রতি গাংনী থানায় একটি মামলা দায়ের করেন গৃহবধু। গত ২১ এপ্রিল রাতে গাংনী থানা পুলিশ মমতাজের শ্বশুর মকবুল হোসেন ও শ্বাশুড়ী স্বাধীনা খাতুনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে। তার পর থেকেই শ্বশুর বাড়ি ফিরে যাওয়ার রাস্তা বন্ধ মমতাজের।

মমতাজের মা মদিনা খাতুন বলেন,তার স্বামী দিনমজুর আর এর পাশাপাশি বাড়ির সঙ্গে একটি চায়ের দোকান রয়েছে। কিন্তু আয় রোজগার তেমন নেই। চায়ের দোকান ও দিনমজুরীর আয় দিয়ে কোনমতে সংসার চলে।

মেয়ের দুর্বিসহ সংসার জীবনের বর্ণনা দিতে গিয়ে মদিনা খাতুন আরও বলেন, মমতাজের ছেলের ওষুধ ও খাওয়ার জন্য প্রতি মাসে পাঁচ হাজার টাকার দরকার হচ্ছে। এই টাকা তাদের পক্ষে জোগাড় করা সম্ভব নয়। তাই অসহায় এই পরিবারের পাশে দাাঁড়নোর জন্য সমাজের সহৃদয়বান ব্যক্তিদের সহযোগিতা চাইলেন তিনি।

মদিনার খালাতো ভাই আব্দুল মাতিন বলেন, মামলা করে মমতাজের জীবন এখন হুমকির মুখে। আসামি পক্ষের লোকজন দেখে নেওয়ার হুমকি অব্যাহত রেখেছে। তাই আমরা সবাই ভীত হয়ে পড়েছি।

মমতাজের মানবেতর জীবনের কথা শুনে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেন গাংনী ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার এসএম জামাল আহম্মেদ। তিনি বলেন, প্রত্যেকটি বিবেকবান মানুষেরই উচিৎ মমতাজের পাশে দাঁড়ানো।

গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, মমতাজকে যারা হুমকি দিচ্ছে তাদের বিষয়ে অবশ্যই আইনী ব্যবস্থা নেয়া হবে। মেহেরপুর জেলা প্রশাসক পরিমল সিংহ বলেন, বিষয়টি খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

http://www.anandalokfoundation.com/