নিউজ ডেস্ক: প্যারিস অলিম্পিকের ফুটবলের কোয়ার্টার ফাইনালের সব গুলো শেষ হয়েছে।
শনিবার দিবাগত রাতে গুরুত্বপূর্ণ এক ম্যাচে ফ্রান্স মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনার।
সেই খেলায় স্বাগতিক ফ্রান্স ১-০ গোলে আর্জেন্টিনাকে পরাজিত করে সেমিফাইনালে উঠে গেছে।
আগামী মঙ্গলবার ফ্রান্স খেলবে মিশরের বিরুদ্ধে।
মিশর অন্য এক কোয়ার্টার ফাইনালে প্যারাগুয়েকে ট্রাইব্রেকারে হারিয়ে সেমিতে জায়গা করে নেয়।
সেমিফাইনালে অন্য দুটো দল মরক্কো ও স্পেন।
স্পেন জাপানকে ৩-০ গোলে হারিয়ে ফাইনালের রেসে রয়েছে।
অন্যদিকে যুক্তরাষ্ট্র নাকানি চুবানি খাইয়ে মরক্কো সেমিফাইনালে উঠে গেছে।
যুক্তরাষ্ট্রকে এক হালি গোলের স্বাদ পাইয়ে চমক দেখায় মরক্কো। সেমিফাইনালে মরক্কো খেলবে স্পেনের বিরুদ্ধে।