ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

পঞ্চগড়ের বোদায় পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

Link Copied!

পঞ্চগড়ের বোদায় পিকআপ ভ্যানের ধাক্কায় লুৎফর রহমান (৪৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।
৯ জুন (বৃহস্পতিবার) দুপুরে উপজেলার কাজলদীঘি কালিয়াগঞ্জ ইউনিয়নের ডানাকাটা ক্যাম্পের সামনের রাস্তায় এ দূর্ঘটনাটি ঘটে। নিহত লুৎফর রহমান একি ইউনিয়নের গোপিপাড়া গ্রামের মৃত হেমাছউদ্দীনের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুরে মোটরসাইকেল নিয়ে রাস্তা দিয়ে বাড়ি ফিরছিলো লুৎফর রহমান। এসময় দ্রুতগামী একটি পিকাআপ ভ্যান পিছন দিক থেকে লুৎফর রহমানের মোটরসাইকেলটি ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে মোটরসাইকেলসহ লুৎফর রহমান রাস্তায় ছিটকে পড়ে এবং ঘটনাস্থলে মারা যায়।
বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী পিকআপ ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, পিকআপ ভ্যানটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে যেতে সক্ষম হয়।
http://www.anandalokfoundation.com/