বিশেষ প্রতিবেদকঃ পাবনা জেলার বেড়া উপজেলার আমিনপুর থানায় জাত সাকনী ইউনিয়নের সিন্দুরী গ্রামে দুর্বৃত্তরা রাধা গোবিন্দ মন্দিরে ভাংচুর করে এবং একটি কষ্টি পাথরের মূল্যবান প্রতিমা নিয়ে যায়।
গতকাল ৩১ মে বৃহস্পতিবার দিবাগত রাত ২ ঘটিকার এ ঘটনা ঘটে।
এছাড়া আজ ১ জুন বেলা ১১.৩০টার দিকে নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলায় স্বপন হাজং ও তার সঙ্গীরা শ্মশান ঘাটের রাস্তা দিয়ে লোকনাথ মন্দিরে যাওয়ার সময় পৌরসভার সাবেক চেয়ারম্যান মোহাম্মদ কামাল পাশা তার দলবল নিয়ে স্বপন হাজং ও তার সঙ্গীদের ওপর হামলা করে।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি মিলন কান্তি দত্ত ও সাধারণ সম্পাদক নির্মল কুমার চ্যাটার্জী এ ঘটনাসমূহের তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্থির দাবি করেন।