স্টাফ রিপোর্টার: পাকিস্তানকে ভালবাসলে এদেশে রাজনীতি করা শোভনীয় নয়। তিনি বলেছেন, খালেদা জিয়া, তারেক রহমান ও গায়েশ্বর চন্দ্র রায়-এরা পাকিস্তান পন্থি। বাংলাদেশে রাজনীতি করা তাদের শোভা পায় না। বাংলাদেশের রাজনীতি করার অধিকার তাদের আছে কিনা তা বিবেচনার বিষয়। মন্তব্য করেছেন, ঢাকা বিশ্ববিদ্যালেয়র সিনিয়র অধ্যাপক ড.সৈয়দ আনোয়ার হোসেন।
শনিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আলোচনা সভার আয়োজন করে ন্যাশনাল ফ্রিডম ফাইটার্স ফাউন্ডেশন ও চাকুরিজীবী মুক্তিযোদ্ধা ফোরাম। ন্যাশনাল ফ্রিডম ফাইটার্স ফাউন্ডেশনের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ড.এস এম জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিশেষ অতিথি ছিলেন সেচ্ছাসেবক লীগের সভাপতি অ্যাডভোকেট মোল্লা মো. আবু কাওছার।