পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ পাইকগাছায় আওয়ামীলীগের বিদ্রোহী পরাজিত চেয়ারম্যান প্রার্থী চিত্তরঞ্জন মন্ডলের উপর হামলা করেছে দূর্বৃত্তরা। দূর্বৃত্তদের হামলায় গুরুতর আহত চিত্তরঞ্জনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহত চিত্তরঞ্জন উপজেলার পূর্ব লতা গ্রামের মৃত মনিন্দ্রনাথ মন্ডলের ছেলে। প্রাপ্ত অভিযোগে জানাগেছে, ঘটনার দিন মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে চিত্তরঞ্জন বাড়ী থেকে ঘেরে যাওয়ার পথে লতা বাজার থেকে ওয়াপদার নিচে মধ্য লতা রাস্তার উপর পৌঁছানোর পর ৭/৮ জন মুখোশধারী দূর্বৃত্ত ফাঁকা রাস্তার উপর ফেলে চিত্তরঞ্জনকে হাতুড়ী দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে চিংড়ি ঘেরে ফেলে দিয়ে পালিয়ে যায়। পরে ঘেরের ও স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য খুমেক হাসপাতালে ভর্তি করে। নির্বাচনী পূর্ব শত্র“তার জের ধরে এ হামলা হতে পারে বলে চিত্তরঞ্জনের পরিবার জানিয়েছে।
এ ব্যাপারে ওসি আশরাফ হোসেন জানান, সকালে খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এ ব্যাপারে এখনো পর্যন্ত কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।