ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

পশ্চিমা অবরোধ প্রত্যাহার করা হলে ইরানের ওপর থেকে

admin
January 17, 2016 1:25 pm
Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক: আন্তর্জাতিক সব ধরনের অবরোধ প্রত্যাহার করা হলো ইরানের ওপর থেকে । শনিবার জাতিসংঘের আণবিক শক্তি সংস্থার (আইএইএ) পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়।

বিতর্কিত পারমাণবিক কর্মসূচি বন্ধে তিন বছর ধরে আলোচনার পর গত বছরের জুলাই মাসে ইরান ও ছয় জাতির (জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী পাঁচ সদস্য যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ফ্রান্স ও যুক্তরাজ্য) এবং জার্মানির মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির আওতায় ইরান তার পারমাণবিক কর্মসূচি সীমিত করতে সম্মত হয়। বিনিময়ে যুক্তরাষ্ট্র, ইইউসহ পশ্চিমা দেশগুলো তেহরানের ওপর আরোপিত অবরোধগুলো ধাপে ধাপে প্রত্যাহার করবে বলে প্রতিশ্রুতিবদ্ধ হয়। চুক্তির শর্তগুলো ইরান মেনে চলছে কি না, তা পর্যবেক্ষণের দায়িত্ব ছিল আইএইএর। শনিবার অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় আইএইএ জানিয়েছে, ইরান চুক্তির শর্ত মেনে চলেছে।

ইউরোপীয় ইউনিয়নের বৈদেশিক নীতিবিষয়ক প্রধান ফেদেরিকা মঘিরিনি বলেছেন, এই চুক্তি আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার উন্নতিতে সহায়তা করবে।

আইএইর ঘোষণার পরপর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ইরানের ওপর থেকে পারমাণবিক কর্মসূচিসংক্রান্ত সব ধরনের অর্থনৈতিক অবরোধ অপসারণের নির্দেশ দেন। ভিয়েনায় তিনি ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফের সঙ্গে বৈঠককালে বলেন, ‘ইরান উল্লেখযোগ্য পদক্ষেপ নিয়েছে, অনেকের সন্দেহে ছিল দেশটি হয়তো এ ধরনের পদক্ষেপ নিতে পারবে না।’

অবরোধ প্রত্যাহারের ফলে বিভিন্ন দেশে আটকে থাকা ১০ হাজার কোটি ডলারেরও বেশি অর্থ এখন ছাড় করাতে পারবে ইরান। এ ছাড়া দেশটি এখন আন্তর্জাতিক বাজারে নিজের উৎপাদিত তেলও বিক্রি করতে পারবে।

http://www.anandalokfoundation.com/