ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

পশ্চিমবঙ্গে বোমা তৈরির সময় বিস্ফোরণ, নিহত ২

admin
January 22, 2016 3:13 pm
Link Copied!

আন্তর্জাতিক ডেস্কঃ পশ্চিমবঙ্গের বীরভূমে বোমা তৈরির সময় বিস্ফোরণে দুই জন নিহত হয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ওই ঘটনার পর বাড়িটি থেকে প্রচুর বিস্ফোরক দ্রব্যও উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গভীর রাতে এই ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন আহতও হয়। বিস্ফোরণের ওই বাড়ির ছাদ উড়ে যায়। নিহতরা তৃণমূল কংগ্রেসের কর্মী বলে দাবি স্থানীয় কিছু গণমাধ্যমের।

তবে ভারতীয় গণমাধ্যম জি নিউজ বলছে, পশ্চিমবঙ্গে আস্তানা গেড়ে বসা বাংলাদেশি জঙ্গিগোষ্ঠী জামায়াত-উল-মুজাহিদিনের এ ঘটনার সঙ্গে সম্পৃক্ততা রয়েছে।

বিস্ফোরণের পর পুরো এলাকায় বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।

http://www.anandalokfoundation.com/