মেহের আমজাদ, মেহেরপুর :মেহেরপুর জেলা ছাত্রলীগের সভাপতি বারিকুল ইসলাম লিজন তার পদ ফিরে পেয়েছেন। গতকাল রোববার বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস.এম জাকির হোসাইন স্বাক্ষরিত পত্রে ওই তথ্য জানা যায়।
সম্প্রতি মেহেরপুর শহরের র্ক্টোপাড়া এলাকায় খন্দকার আব্দুস সবুর মাষ্টারের বাড়িতে নামধারী কতিপয় সন্ত্রাসী প্রবেশ করে ভাঙচুর করে। এঘটনায় খন্দকার আব্দুস সবুর মাষ্টার জেলা ছাত্রলীগের সভাপতি বারিকুল ইসলাম লিজনকে প্রধান আসামী করে একটি মামলা দায়ের করা হয়।
এ ঘটনার পর থেকে কেন্দ্র মেহেরপুর জেলা ছাত্রলীগের সভাপতি বারিকুল ইসলাম লিজনকে তার পদ থেকে তাকে সাময়িকভাবে অব্যাহতি প্রদান করা হয়।