মো.আবু সাঈদ,পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ আগামী ১৮মার্চ নওগাঁর পত্নীতলা উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে মাঠে দৌড়াচ্ছেন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী থানা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক কাজী মাহবুবুল আলম। ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি।
বুধাবার উপজেলার পতœীতলা ও ইউনিয়নে বিভিন্ন গ্রামের সাধারন মানুষের কাছে ঘোড়া প্রতীকে ভোট চান। এ সময় উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ও নজিপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কাজী আবজাল হোসেন লাটিম, নজিপুর নতুনহাট বনিক কমিটির সভাপতি মোস্তফা কিবরিয়া,সাজ্জাত হোসেন,হারুন অর রশিদসহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।এ ছাড়াও এলাকার আপাময় জনগন অংশগ্রহন করেন।
কাজী মাহবুবুল আলম বলেন, পত্নীতলার জনগণ নতুন কিছু চায়। সাধারন মানুষ আনন্দ নিয়ে স্বতঃস্ফূর্তভাবে আমার ্এ গণসংযোগে অংশগ্রহন করছে। ইনশাআল্লাহ,আমি যদি নির্বাচিত হই আমার এলাকা থেকে চিরতরে মাদক, সন্ত্রাস,চাঁদাবাজ নিমূল করব। এক কথায় আমার এলাকার মানুষ একটু ভালো থাকেন তার জন্য যা যা করনীয় আমি তাই করব।