এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড়ে দুইটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হয়েছে ৪ জন। শুক্রবার রাত ১১টার সময় পঞ্চগড় সদরে ধগড়ারহাটের শরিফ মিয়ার মিলের সামনে পঞ্চগড়-ঢাকা মহাসড়কে এই ঘটনাটি ঘটে।
এলাকাবাসী জানায়, শরিফ মিয়ার মিলের সামনে পঞ্চগড় থেকে পাথর বোঝায় ৬ চাকার ঢাকাগামী ট্রাক (ঢাকা মেট্র-ট- ৮০০৫) এর সমস্যা হওয়ায় মহাসড়কের উপর দার করায়। বিপরীত দিক ঠাকুরগাঁও থেকে ১০চাকার (ঢাকা মেট্র-ট-২০৭৪৪৮) একটি খালি ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে অপর ট্রাকটিকে মুখমুখি ধাক্যা দেয়। এতে দুই ট্রাকের মোট ৪জন গুরুতর আহত হয়। আহতদের পঞ্চগড় আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়।
ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করেন পঞ্চগড় সদর থানা পুলিশ, সদর হাইওয়ে পুলিশ, সদর ফায়ার সার্ভিস।