13yercelebration
ঢাকা

পঞ্চগড়ের বোদায় সম্প্রতি সমাবেশ অনুষ্ঠিত 

Link Copied!

পঞ্চগড়ের বোদায় বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খৃষ্টান কল্যান ফ্রন্টের আয়োজনে এক সম্প্রতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ আগষ্ট) বিকেলে বোদা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খৃষ্টান কল্যান ফ্রন্ট পঞ্চগড় জেলার আয়োজনে এই সম্প্রতি সমাবেশ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খৃষ্টান কল্যান ফ্রন্ট পঞ্চগড় জেলা শাখার আহ্বায়ক প্রেমাশিষ কুমার রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খৃষ্টান কল্যান ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান বিজন কান্তি সরকার। প্রধান বক্তার বক্তব্য রাখেন পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক কেন্দ্রীয় বিএনপি ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব ফরাহাদ হোসেন আজাদ।

এসময় বিশেষ অতিথি বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খৃষ্টান কল্যান ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির মহাসচিব এস এন তরুন দে, পঞ্চগড় জেলা বিএনপির আহ্বায়ক জহিরুল ইসলাম কাচ্চু, পঞ্চগড় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তৌহিদুল ইসলাম, বোদা সদর ইউনিয়নের চেয়ারম্যান অখিল চন্দ্র ঘোষ প্রমুখ বক্তব্য রাখেন।

এসময় বক্তারা বাংলাদেশর হিন্দু, বৌদ্ধ, খৃষ্টানদের এক সংগে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান। প্রশাসনের কাছে দাবি জানায় কোথাও যেন হিন্দু, বৌদ্ধ, খৃষ্টানদের উপর কোন প্রকার হামলা না করা হয়। কোন প্রকার গুজবে কান না দেয়ার জন্য সকলকে অনুরোধ করা হয়।

http://www.anandalokfoundation.com/