স্পোর্টস ডেস্কঃ নেইমারের ইনজুরির পর চ্যাম্পিয়ন্স লিগে রিয়ালের বিপক্ষের ম্যাচ নিয়ে আলোচনা তুঙ্গে। ঘরের মাঠে শেষ ষোলোর দ্বিতীয় লেগে পিএসজি তারকা খেলতে পারবেন কিনা তা নিয়ে প্রবল হইহই। কিন্তু শুধু রিয়াল ম্যাচই নয়, ব্রাজিল তারকা রাশিয়া বিশ্বকাপে খেলতে পারবেন কিনা সেটা নিয়েই শঙ্কা দেখা দিয়েছে।
সোমবার ব্রিটিশ টেলিভিশন চ্যালেন স্কাই স্পোর্টস জানায়, রিয়াল মাদ্রিদের বিপক্ষে নেইমারকে ছাড়াই খেলতে হবে পিএসজিকে। এর একদিন পরই স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কা জানাচ্ছে, নেইমার সিদ্ধান্ত নিয়েছেন তিনি অস্ত্রোপচার করাবেন। যার ফলে তিনি দুই মাসের জন্য মাঠে বাইরে চলে যাচ্ছেন এটা একরকম নিশ্চিত।
অস্ত্রোপচারের খবরের পর নেইমারের দেশ ব্রাজিলের গণমাধ্যম গ্লোবো স্পোর্টস জানাচ্ছে, শল্যবিদের ছুরি-কাঁচির নিচে যাওয়ার পর ঠিকমত সেরে না উঠলে বিশ্বকাপেও অনিশ্চিত হয়ে যেতে পারেন তিনি। চোটের ধরণ বলছে, পুনর্বাসন প্রক্রিয়ায় সময় বেশিও লেগে যেতে পারে নেইমারের।
গ্লোবোর প্রতিবেদন জানাচ্ছে, ৬ মার্চ রিয়ালের বিপক্ষে খেলতেই পারবেন না নেইমার। এমনকি মে’র আগে মাঠেই ফিরতে পারবেন না। যেটা বিশ্বকাপ শুরুর মাত্র একমাস আগের সময়। ওই একমাসে নেইমারের ভাগ্য নির্ধারিত হবে রাশিয়া যাত্রার জন্য।
কেননা আগে নেইমারের চোটের মত একই চোটে যারা পড়েছেন, তারা দুমাসে তো ফিরতেই পারেননি, কারও কারও অনেক বেশি সময়ও লেগেছে। সেটাই শঙ্কা বাড়াচ্ছে নেইমারকে ঘিরে।
পত্রিকাটির দাবি, চলতি মৌসুমে ফরাসি লিগ ওয়ান ও চ্যাম্পিয়ন্স লিগে শেষ ম্যাচটা ইতোমধ্যেই খেলে ফেলেছেন নেইমার। যদিও পিএসজি পরিস্থিতি নিয়ে এখনো দ্বিধাবিভক্ত। তবে নেইমারের অস্ত্রোপচারের স্থান ও কোন ডাক্তার সেটা করবেন তা এখনো ঠিক হয়নি।
গত রোববার ঘরের মাঠে মার্সেইকে ৩-০ গোলে হারানোর ম্যাচে গোড়ালিতে মারাত্মক আঘাত পান নেইমার। ম্যাচের ৭৭তম মিনিটে বউনা সারের কাছ থেকে বল নেয়ার সময় গোড়ালিতে বুটের আঘাত লাগে। প্রাথমিক চিকিৎসা দেয়ার পর স্ট্রেচারে করে বাইরে নিতে হয় ব্রাজিল তারকাকে।