নাটোর প্রতিনিধিঃ নাটোরের সিংড়ায় স্বেচ্ছাসেবক দলের ৩৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিশাল র্যালী ও আলোচনা সভা হয়েছে। বুধবার সকাল সাড়ে ১১ টায় সিংড়া শহর স্বেচ্ছাসেবক আয়োজনে একটি বিশাল র্যালী শেষে পৌর কমিউনিটি সেন্টারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সিংড়া শহর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রফিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সিংড়া শহর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও থানা শ্রমিক দলের সভাপতি সাখাওয়াত হোসেন সাখা, যুগ্ম সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান লিটন, থানা বিএনপির যুব বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খান, শহর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক হায়দার আলী, আবুল কালাম আজাদ প্রমূখ। বক্তারা আগামীতে ঐক্যবদ্ধভাবে গণ আন্দোলনের জন্য নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহবান জানান।