উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ প্রতিনিধিঃ নবীগঞ্জ-বানিয়াচং সড়কের রাজাবাদ নামকস্থানে গত বুধবার রাতে যাত্রীবাহী টমটম এবং মালবাহী ট্রলি মুখোমুখি সংঘর্ষের ঘটনায় ৫/৭ জন আহত হন।
গুরুতর আহত অবস্থায় দত্তগ্রাম পাঠলী বুরুঙ্গা গ্রামের শাহ্ শোয়েব উজ্জামানকে সিলেট উইমেন্স মেডিকেলে কলেজে ভর্তি করা হয়।
সেখানে তাকে লাইফ সাপোর্ট রাখা হয়েছে বলে পারিবারিক সুত্রে জানাগেছে। ঐদিন রাতেই তার বুকে অস্রপাচার করা হয়েছে। তার অবস্থার অবনতি আছে এবং উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা পাঠানো হবে বলে জানাগেছে।
অন্যান্য আহতদের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।