নবীগঞ্জ প্রতিনিধিঃ নবীগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী সুভাষ চন্দ্র বনিক(৯০) আর নেই।
তিনি গত রবিবার রাতে সিলেট রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে মস্তিষ্কে রক্তক্ষরন জনিত কারনে চিকিৎসারত অবস্থায় পরলোক গমন করেন।
পরদিন সকালে সিলেট থেকে লাশ নবীগঞ্জে আসলে তাকে শেষবারের মত এক নজর দেখার জন্য বিভিন্ন শ্রেণীপেশার মানুষ মধ্যবাজারের বাসায় ভীড় জমান। ঐদিন দুপুরে জয়নগর পৌর শ্মশানঘাটে তার শেষকৃত্যানুষ্টান সম্পন্ন হয়।
মৃত্যুকালে তিনি স্ত্রী,২ ছেলে,২ মেয়সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। সকলের প্রিয় বিশিষ্ট ব্যবসায়ী সুভাষ চন্দ্র বনিকের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানান বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ নবীগঞ্জ উপজেলা শাখার সভাপতি নারায়ন রায়,সভাপতি মন্ডলীর সদস্য কালীপদ ভট্টাচার্য্য,বাদল কৃষ্ণ বনিক,সাধারন সম্পাদক উত্তম কুমার পাল হিমেলসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।