ঢাকা

নবীগঞ্জের হৈবতপুর ব্রীজ যেন মরণ ফাদঁ

admin
December 31, 2016 11:48 pm
Link Copied!

 উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ(হবিগঞ্জ) প্রতিনিধিঃ নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের গোপলার বাজার-কুর্শি সড়কের একটি ব্রিজ যেন মরন ফাদেঁ পরিণত হয়েছে। এতে জন সাধারনের চলাচলে মারাত্মক ব্যাঘাত ঘটছে।

সরজমিনে দেখা যায়, নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের গোপলার বাজার থেকে কুর্শি ইউনিয়নে আসার একমাত্র সড়কের হৈবতপুর গ্রাম সংলগ্ন একটি ব্রিজ মরণ ফাদেঁ পরিণত হয়েছে। ব্রিজটির ৫৫ শতাংশ প্রলেপ ভেঙে মারাত্মক আকার ধারণ করেছে কিন্তু তারপরও ভাঙা ব্রিজের উপর দিয়ে ঝুকি নিয়ে প্রাইভেট কার, মালামাল বোঝাই ট্রাক,পিকআপ ভ্যান, সিএনজি সহ বিভিন্ন যানবাহন  জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করে আসছে। এতে করে প্রতিনিয়ত ঘটছে নানান   দূর্ঘটনা  ।

দিনের আলোতে দূর্ঘটনার সংখ্যা কম থাকলেও একটু রাত হলেই প্রতিদিনিই চালকদের অসচেতনতার কারণে ঘটছে একের পর এক দূর্ঘটনা কিন্তু থেমে নেই যানবাহন চলাচল।  হৈবতপুর গ্রামের আবুল হাসেম জানান, সন্ধ্যার পর যখন গোপলার বাজার থেকে স্থানীয় জনসাধারণ যখন হেটে হেটে একদিকে আসে তখন অসচেতনতার কারণে ব্রিজের ভাঙা অংশে পা পড়ে যায় তাতে নানা দূর্ঘটনার সম্মুখীন  হতে হয়। এই ব্রিজটি দ্রুত সংস্কার করার জন্য  কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করেছেন  ভুক্তভোগী এলাকাবাসী  ।

http://www.anandalokfoundation.com/