নওগাঁর ধামইরহাটে পৌর জামায়াতের উদ্যোগে বার্ষিক বনভোজন ও কর্মী সম্মেলন ১লা ফেব্রæয়ারি শনিবার আলতাদীঘি জাতীয় উদ্যানে অনুষ্ঠিত হয়েছে।
ধামইরহাট পৌর জামায়াতের আমির ইঞ্জিনিয়ার মোঃ ইসমাইল হোসেনের সভাপতিত্বে প্রায় ৩ শতাধিক নেতাকর্মী বনভোজন ও কর্মী সম্মেলনে ডেলিগেট হিসেবে অংশগ্রহণ করেন।
পৌর জামায়াতের সেক্রেটারি ন‚রনবী ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শ‚রা সদস্য ও নওগাঁ জেলা জামায়াতের নায়েবে আমির ইঞ্জিনিয়ার এনামুল হক। প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার এনামুল হক আগামী দিনের সকল চ্যালেঞ্জ মোকাবেলায় নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহŸান জানান।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে ধামইরহাট উপজেলা জামায়াতের আমির মাওলানা কামরুজ্জামান, নায়েবে আমির মাওলানা আতাউর রহমান, ধামইরহাট উপজেলা জামায়াতের যুব বিভাগের সেক্রেটারি আবু সালেহ্ মুসা, পৌর যুব বিভাগের সভাপতি মুজাহিদুল ইসলাম, ইসলামী ছাত্রশিবিরের পৌর সভাপতি সিয়াম সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য প্রদান করেন।