পাল্লেকেলে টেস্টের দ্বিতীয় দিন ঘণ্টায় ১৩ ওভারে রান ৩১ তুলেছে বাংলাদেশ। হারাতে হয়নি উইকেট। বৃহস্পতিবার প্রথম পানি পানের বিরতিতে দলের রান ২ উইকেটে ৩৩৩।
১২৬ রান নিয়ে দিন শুরু করে শান্ত অপরাজিত আছেন রানে ১৪১, ৬৪ রানে নিয়ে নামা মুমিনুল খেলছেন ৭৬ রানে। আর দুই রান করলেই মুমিনুল ছাড়িয়ে যাবেন দেশের বাইরে তার সর্বোচ্চ টেস্ট স্কোর।
দিনের খেলা শুরুর আগে টিভি সাক্ষাৎকারে শ্রীলঙ্কার কোচ মিকি আর্থার বলেন, “প্রথম দিনে উইকেট শিকারের আশায় আগ্রাসী বল করতে গিয়ে আমরা অনেক বেশি এলোমেলো বল করেছি। আরেকটু ধৈর্য ধরা উচিত ছিল। আজকে আমাদের চেষ্টা থাকবে বোলিংয়ে শৃঙ্খলা ধরে রাখার।”
খেলা শুরুর পর লঙ্কানদের বোলিংয়েও সেটির প্রতিফলন পড়ে। আগের দিন নেওয়া নতুন বলের বয়স ছিল কেবল ১০ ওভার। সেই বলে পেসাররা প্রথম দিনের চেয়ে নিয়ন্ত্রিত বোলিং করেন।
দিনের দ্বিতীয় ওভারে বিশ্ব ফার্নান্দোর বলে স্কয়ার ড্রাইভে একটি বাউন্ডারি মারেন মুমিনুল। এরপর আর সুযোগ সেভাবে দেননি লঙ্কান পেসাররা। প্রথম ঘণ্টায় বাউন্ডারি এসেছে আর কেবল একটি। বিশ্বর বলেই অফ ড্রাইভে চার মারেন শান্ত।
বোলিং আগের দিনের চেয়ে ভালো হলেও সুযোগ সেভাবে পায়নি শ্রীলঙ্কা। সুরাঙ্গা লাকমলের বলে একবার মুমিনুলের ব্যাটের কানা ছুঁয়ে স্লিপের সামনে পড়ে বল। দিনের শুরুতেই সরাসরি থ্রোয়ে মুমিনুলকে রান আউট করার সুযোগ ছিল। এছাড়া আর বিপাকে পড়তে হয়নি দুই ব্যাটসম্যানের কাউকে।