ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

দীর্ঘ ৯ বছর পর ঠাকুরগাঁওয়ে ডাবল হত্যা মামলার বিচার শুরু

admin
December 21, 2015 11:37 am
Link Copied!

শাহীন অালম সুমন, ঠাকুরগাঁও থেকে: রানীশংকৈল উপজেলার একটি স্কুলের ১০ম শ্রেনীর শিক্ষার্থী ২০০৬ সালে ধর্ষনের পরে খুন হবার পরে প্রায় ৯ বছর পরে রাজশাহী দ্রূত বিচার ট্রাইব্যূনালে বিচার কাজ শুরূ হয়েছে। গতকাল রোববার পুতুল রানী ধর্ষন ও হত্যা মামলার শুনানী রয়েছে বলে নিহতের পারিবার ও আদালত সূত্র থেকে জানা গেছে।
নিহতের পারিবারিক সূত্র, মামলার সুরতহাল ও ময়নাতদন্ত  রিপোর্ট থেকে জানা যায়, ধর্ষিতা ওই শিক্ষার্থীর সাথে তার গর্ভের ৭ মাসের সন্তানকে একই চিতায় দাহ করা হয়। এতে এলাকায় সেদিন লাখো মানুষের উপসি’তিতে মা ও ভ্রূন সন্তানের  দাহে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
নিহতের পারিবারিক সূত্রের দাবী অতীব চাঞ্চল্য এমন একটি মামলার অভিযুক্তরা প্রভাবশালী হওয়ার কারনে দীর্ঘ প্রায় ৯ বছর ঠাকুরগাঁও আদালতে বিচারের নামে প্রহসন চলতে থাকে। পুতুল রানীর দিনমজুর বাবা একমাত্র সন্তানের বিচারের আশা প্রায় ছেড়ে দিলেও আদালতে নিয়মিত হাজিরা দিয়ে আসছিলেন। কিন্তুু প্রভাবশালীদের প্রভাবে সার্বক্ষনিক হুমকির মুখে থেকেও সন্তানের বিচারের দাবি থেকে সরে আসেননি।
ঘটনার বিবরন থেকে  জানা যায়, জেলার রানীশংকৈল উপজেলার নারায়নপুর গ্রামের এক দিনমজুরের সুন্দরী কন্যা (১৬) ভন্ডগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ে ১০ শ্রেনীতে পড়াশুনা করছিল। সেই সুন্দরী কন্যাটির ওপর একই স্কুলের  পিয়ন পদে চাকরী করা ধনাঢ্য ঘরের সন্তান আমিরুল ইসলামের লোপুপ দৃষ্টি পরে।
সেই মেয়েকে পরীক্ষায় ভালো নম্বর পাইয়ে দিবে, এবং ওই শিক্ষার্থীর দারিদ্রতার সুযোগ নিয়ে তার সাথে সখ্যতা গড়ে তোলে। সেই দরিদ্র শিক্ষার্থীর সাথে প্রতারনা করার ইচ্ছা নিয়ে স্কুল পিয়ন আমিরুল ইসলাম ওই শিক্ষার্থীর অস্নীল ছবি মেবাইলে ধারণ করে  তাকে ব্লাকমেইল করার উদ্দেশ্যে ভয়ভীতি দেখিয়ে আসে। অবশেষে ওই শিক্ষার্থীর বাড়ির পাশেই দামকা (৭০), পিতা-থেকথকু নামক এক ব্যক্তির বাড়িতে প্রচুর টাকার বিনিময়ে আশ্রয় নেয় আমিরুল  ইসলাম।
ওই দামকাকে ধর্ষক আমিরুল  ধর্মপিতা বলে স্বীকার করে এবং সেই বাড়িতে ওই শিক্ষার্থীকে একাধিকবার ধর্ষনে বাধ্য করে। অবশেষে ওই শিক্ষার্থী ৭ মাসের অন্তসত্তা হয়ে পড়লে বিষয়টি এলাকায়  জানাজানি হয়ে যায়। মামলার বিবরনে জানা যায়, আমিরুল  ইসলাম ওই শিক্ষার্থীর পেটের সন্তানকে নষ্ট করতে নানান ধরনের গাছ গাছালির ওষুধ প্রয়োগ করে।
তাতেও কাজ না হওয়ায় গত ৫ জুন দিবাগত রাতে ওই শিক্ষার্থীর সাথে  আমিরুলের গল্প রয়েছে বলে দামকার বাড়ির পার্শ্ববর্তী একটি ধান ক্ষেতে নিয়ে গিয়ে ধর্ষন করে এবং সেখানে মুখে মাটি দিয়ে গলায় ওড়না পেচিয়ে শ্বাসরূদ্ধ কর নির্মমভাবে হত্যা করে। যা পরবর্তীতে পুলিশের সুরতহাল রিপোর্ট ও ময়নাতদন্ত রিপোর্টে উঠে আসে। শুধু তাই নয়, মৃত ওই শিক্ষাথীর পেটের সন্তানের বয়স ৭ মাস বলেও ময়নাতদন্তের রিপোর্টে উঠে আসে।
 একই চিতায় সেই স্কুল ছাত্রী এবং তার গর্ভের ৭ মাসের সন্তাকে দাহ করা হয়। এতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। এই ঘটনায় তৎকালীন সময়ে ভন্ডগ্রাম বালিকা উচ্চ বিদালয় সহ, আশপাশের গাজীরহাট, ভরনিয়া, বনগাঁও সহ অন্যান্য স্কুলের শিক্ষার্থীরা বিক্ষোভে ফেটে পরে এবং সঠিক বিচার ও আসামীকে গ্রেপ্তারের জন্য জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি পেশ করে। স্কুল পিয়ন আমিরুল, স্কুলে পিয়নের চাকরী করলেও সে এলাকার একজন ধনাঢ্য ব্যক্তির সন্তান ।
 পুলিশের ছত্রছায়ায় মামলার আসামী প্রকাশ্যে ঘুরে বেরায়। অবশেষে থানা পুলিশের
প্রতি অনাস্থা এনে বাদী  পুলিশ সুপারকে মামলার তদনত্মকারী কর্মকর্তা পরিবর্তনের আবেদন করলে তৎকালীন পুলিশ সুপার গোলাম রসুল চাঞ্চল্যকর এ মামলাটি জেলা গোয়েন্দা শাখায় হস্তান্তর  করে। ওই মমলায় গোয়েনন্দা পুলিশ স্কুল পিয়ন আমিরুল ইসলামকে গ্রেপ্তার করে এবং আমিরুল ইসলামের নামে আদালতে অভিযোগপত্র দাখিল করে। আসামী আমিরুল গ্রেপ্তার হয়ে  প্রায় ৩ মাস জেলখানায় অবস্থান করলেও তাকে চাকরী থেকে সাময়িক বরখাস্ত বা বিভাগীয় কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি বরং তাকে একজন রেগুলার কর্মচারী হিসেবে স্কুলের খাতায় দেখানো হয়েছে। তবে রেগুলার হিসেবে খাকায় দেখানোর বিষয়টি ওই স্কুলের প্রধান শিক্ষক শামসুল ইসলাম অস্বীকার করেন।
মামলার বাদী একজন দিনমজুর হবার কারনে ঠাকুরগাঁও আদালতকে প্রভাবিত করে চাঞ্চল্যকর ধর্ষন ও হত্যা মামলার বিচারের তারিখ ঘন ঘন নিয়ে বিচার বিভাগকে বিভ্রান্ত করার করার অপচেষ্টা করে বলে মামলার বাদী গনেশ চন্দ্র বর্ম্মন অভিযোগ করেন।
তিনি আরো অভিযোগ করেন, বাংলাদেশেরে স্বাধীনতা যুদ্ধের সময় এই পরিবারটির বিরুদ্ধে দেশ্রেদ্রোহীর অভিযোগ রয়েছে এবং তাদের তান্ডবের কারণে আজো মানুষ তাদের দেখে ভয় পায়। তারা অর্থ সম্পদ দিয়ে মামলাটিকে শেষ করে ফেলাার চেষ্টা করে।
অবশেষে এমন একটি নির্মম ধর্ষন ও ডাবলহত্যা মামলা রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যনালে দীর্ঘ প্রায় ৯ বছরপরে বিচার কাজ শুরূ হতে যাচ্ছে। বাদীর অভিযোগ মামলার দীর্ঘসূত্রতার কারনে মামলার স্বাক্ষী দামকা, স্মৃতিরানী সহ কয়েকজনকে আসামীপক্ষ বিপুল পরিমান টাকা পয়সা ও জায়গাজমি দিয়ে তাদের পক্ষে স্বাক্ষী দেবার জন্য তৈরী করেছে।
বাদীর আশংকা মামলা স্বাক্ষীরা বৈরী হওয়ায় সঠিক বিচার পাওয়ার বিষয়ে তিনি সন্দিহান। এদিকে এমন চাঞ্চল্যকর ঘটনার জন্য বাদীপক্ষকে সহায়তা করা বেসরকারিসংস্থা আরডিআরএস এর কর্মকর্তা হাসিনা বানু, এবং ঠাকুরগাঁওয়ের সাংবাদিক সমাজ মনে করে যে, মামলার স্বাক্ষী বৈরী হলেও ধর্ষন এবং খুনীর দৃষ্টানত্মমূলক বিচার হবে।
http://www.anandalokfoundation.com/