শেখ মামুনুর রশিদ, রংপুর অফিস: দীর্ঘ প্রতিক্ষার পর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হল চালু করা হয়েছে। প্রতিষ্ঠার ৮ বছরের মাথায় ছাত্রদের আবাসনের জন্য ৭০ কক্ষ বিশিষ্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলটি চালু করা হয়।
বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. এ কে এম নূর-উন- নবী আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে হলটির উদ্বোধন করেছেন। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্যে ভিসি বলেন, ‘শুধু থাকার জন্য নয় বরং নিজেদেরকে যোগ্য হিসেবে গড়ে তোলার উপযুক্ত পরিবেশে লেখাপড়া ও গবেষণার জন্য এই আবাসিক হলটি তৈরি ও হস্তান্তর করা হয়েছে। সুতরাং যে কোন মূল্যেই হোক তোমাদেরকে আবাসিক হলে শান্তিপূর্ণ ও লেখাপড়ার উত্তম পরিবেশ বজায় রাখতে হবে। পারস্পরিক সম্পৃতি ও ভ্রাতৃত্বপূর্ণভাবে বিভিন্ন বিভাগের ছাত্র সকলেই সহবাস্থান করতে হবে।
তিনি বলেন, চলতি মাসেই ছাত্রদের জন্য নির্মিত শহীদ মুখতার ইলাহী হলটিও চালু করা হবে। শুধু তাই নয়, আমি চেষ্টা করছি সবকিছু গুচিয়ে নিয়ে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটরিয়া ও কেন্দ্রীয় মসজিদটিও চালু করতে। অনুষ্ঠানে হলের প্রভোস্ট ড. কমলেশ চন্দ্র রায়ের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন কলা অনুষদের ডিন প্রফেসর ড. নাজমুল হক, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর ড. মতিউর রহমান, শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট ড. আবু ছালেহ মোহাম্মদ ওয়াদুদুর রহমান (তুহিন ওয়াদুদ), শহীদ মূখতার ইলাহী হলের প্রভোস্ট (চলতি দায়িত্ব) মোঃ আমির শরীফ ও প্রক্টর (চলতি দায়িত্ব) মোঃ শাহিনুর রহমান। পরে বিশেষ দোআ ও মুনাজাত করা হয়। এরআগে উপাচার্য জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে পতাকা উত্তোলন করেন। এসময় বিভিন্ন বিভাগের শিক্ষক- শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
বাংলা বিভাগের ছাত্র শামীম সিরাজ জানায়, দীর্ঘ প্রতিক্ষার পর বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান হলের যাত্রা শুরু হওয়াতে আমরা আনন্দিত, তবে সংশয় থাকে যে, আসলে কি প্রকৃত মেধাবীরা এর আসন বরাদ্দ পাবে। যদি না হয় তাহলে এটা আমাদের গরীব শিক্ষার্থীদের জন্য অত্যন্ত দুঃখজনক। প্রসঙ্গত ২০১০ সালে হলটির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। হলটির নাম ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল’ চুড়ান্ত করে ২০১১ সালের ১৭ মার্চ নামফলক উম্মোচন করা হয়। ৬ তলা বিশিষ্ট এই ভবনে মোট ৭০টি কক্ষ রয়েছে। ৩৭০ জন ছাত্রকে আবাসিক সুবিধা দেওয়া হচ্ছে। এটিই বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের জন্য প্রথম আবাসিক হল চালু করা হলো। ৬ কোটি ২৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত এই হলটিতে প্রকৃত মেধাবীদের সুযোগ দেয়া হবে। ইতোমধ্যেই ছাত্রীদের জন্য নির্মিত শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল ২০১৩ সালে চালু করা হয়েছে। সম্প্রতি সরকার ছাত্রীদের জন্য ১০ তলা বিশিষ্ট আরো একটি আবাসিক হল নির্মাণের জন্য অর্থ বরাদ্দ পেয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।