ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

দিসিপিডিআর এর উদ্যোগে মহালয়ার দিনে বস্ত্র বিতরণ

admin
October 8, 2018 11:24 pm
Link Copied!

দি সেন্টার ফর প্রিজারভেশন অফ ডেমোক্রেটিক রাইটস এর (দিসিপিডিআর) উদ্যোগে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সর্বধর্ম সমন্বয়ে দুঃস্থদের বস্ত্র বিতরণ করা হয়।

আজ সোমবার ভারত কোলকাতার সোদপুর চ্যাটার্জী কমপ্লেক্সের দোতলায় শুভ মহালয়ার দিনে বস্ত্র বিতরণ করা হয়।

শিক্ষা প্রতিষ্ঠান এসটিএসএফএমআর ও ভারত সেবক সমাজ এর ব্যবস্থাপনায় বস্ত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দি সিপিডিআর এর সভাপতি শ্রী দীপঙ্কর ভট্টাচার্য্য।

উক্ত বস্ত্র বিতরণে আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশের বিশিষ্ট সমাজ সেবক শিপন বাসু, সমাজসেবী ডঃ রনি কামাল, দি সিপিডিআর এর কার্যকারী সভাপতি শ্রী অনির্বান দত্ত, দি সিপিডিআর এর সহ-সভাপতি শ্রী অজয় সিং, দি সিপিডিআর এর সম্পাদক শ্রী বনিফেশ ভোরা, ডঃ সফি মহসীন, শ্রী শুভরঞ্জন দাশগুপ্ত, সমাজসেবী শ্রী সুকুমার বিশ্বাস, সমাজসেবী নুরুল হুদা, সমাজসেবী শ্রী পবন প্রসাদ, শুভ সেনগুপ্ত প্রমূখ।

http://www.anandalokfoundation.com/