পয়েন্ট তালিকার তলানির দিকে থাকা বার্সা নানা নাটকীয়তায় তিন ম্যাচ পর জয়ের দেখা পেছেয়ে। শনিবার ন্যু ক্যাম্পে নাটকীয় লড়াইয়ে এলচেকে ৩-২ গোলে হারিয়েছে বার্সা।
খেলার মাত্র ১৯ মিনিটের মাথায় তারা ২-০ গোলে এগিয়ে যায় বার্সা। বিরতি পরপরই ঘুরে দাঁড়ায় এলচে। ২ মিনিটের ব্যবধানে দুই গোল দিয়ে সমতায় ফেরে তারা।
৭২তম মিনিটে হুতগ্লাকে তুলে গনসালেসকে নামান কোচ জাভি। ডি-বক্সে গাভির পাস ধরে জোরালো শটে দলকে উচ্ছ্বাসে ভাসান ২৩ বছর বয়সী এই আর্জেন্টাইন।
১৭ ম্যাচে ৭ জয় আর ৬ ড্রতে ২৭ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে রয়েছে বার্সেলোনা।