13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

তালা-পাটকেলঘাটা কপোতাক্ষ অববাহিকায় ২০ টি বিলে জলাবদ্ধতায় আমন ধান চাষে সীমাহীন দুর্ভোগ

admin
January 13, 2017 9:42 pm
Link Copied!

এস.এম মফিদুল ইসলাম, পাটকেলঘাটা প্রতিনিধি ॥  জলাবদ্ধতার কবলে সাতক্ষীরার তালা উপজেলার কপোতাক্ষ অববাািহকার বিস্তীর্ণ অঞ্চল। এর ফলে আমন ধান থেকে বঞ্চিত হয়েছে ওই এলাকার কৃষকরা। তাই আমন ধানের ঘাটতি পুষিয়ে নিতে বোরো চাষ করতে এক সপ্তাহ ধরে শ্যালো মেশিন দিয়ে পানি নিষ্কাশন করতে ব্যস্ত সময় কাটাচ্ছেন কৃষকরা।

তালা উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এ বছর উপজেলায় ১৭ হাজার ৪০০ হেক্টর জমিতে বোরো চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। শ্যালো মেশিন দিয়ে পানি সেচের মাধ্যমে বিলগুলোর জলাবদ্ধতা দূর করা গেলে এ লক্ষ্যমাত্রা পূরণ করা সম্ভব হবে।

সরেজমিনে গতকাল তালা উপজেলার ইসলামকাটি চলিশার বিল, ভবানীপুর, ঘোনা, পারঘোনা, ডেমশাখোলা, বারাত, মোহনা, কলিয়া, দেওয়ানীপাড়া, শুভাষিনী, লক্ষ্মণপুর, মির্জাপুর, কেসমতঘোনা, কাজীডাঙ্গা গ্রাম ঘুরে দেখা গেছে এসব এলাকার কমপক্ষে ২০টি বিলে প্রায় ৪ হাজার বিঘা জমি জলাবদ্ধতার কারণে আমন চাষ হয়নি। বৃষ্টির পানিতে ছয় মাস যাবৎ তিন থেকে চার ফুট পানি বিদ্যমান। সেক্ষেত্রে বর্ষা মৌসুমে ওই সব বিলে শাপলা, চেঁচো ঘাষ ভর্তি হয়ে যায়। এজন্য বোরো চাষ করতে কৃষকরা এসব বিলের পানি শ্যালো ইঞ্জিন চালিত পাম্প দিয়ে নিষ্কাশন করছেন। এ সবের মধ্যে তালা-পাটকেলঘাটা সড়কের ইসলামকাটি ব্রিজের দক্ষিণ পাশে ১৬টি শ্যালোমেশিন দিন-রাত বিরামহীন কাজ করে যাচ্ছে।

গোপালপুর গ্রামের কৃষক মতিয়ার রহমান জানান, ঘোনা বিলে তার সাত বিঘে জমি রয়েছে। জলাবদ্ধতার কারণে তিনি আমন ধান চাষ করতে পারেন নি। মাছ চাষের পাশাপাশি বোরো মৌসুমে ধান চাষ না করতে পারলে অনেক কষ্টে দিন কাটানো ছাড়া উপায় থাকবে না।

একই ইউনিয়নের প্রবীর সরকার জানান প্রতি বছর ছয় মাস জল জমে থাকায় ভবানীপুর বিলে আমন ধান হয় না।যে কারনে বাধ্য হয়ে জমির মালিকরা জমির হারি দিতে বাধ্য হয়েছে। তবে মাঘ মাসের শেষের দিকে বিলে জল কমে গেলে কৈ, চ্যাং, শৈল, মাগুরসহ বিভিন্ন প্রজাতির মাছ পাওয়া যায়। তাতে আমন ধানের ঘাটতি পোষায় না। বাধ্য হয়ে বোরো মৌসুম শুরুতেই এলাকার কয়েকিিট বিলের জমির মালিকদের নিয়ে এবারো জল সেচের উদ্যোগ নেওয়া হয়েছে। তারই অংশ হিসেবে ইসলামকাটি ব্রীজের দক্ষিণ পাশে ১৬টি শ্যালো মেশিন বসানো হয়েছে। এভাবে চলতি মৌসুমে বোরো চাষ করতে পারলে কৃষকরা কিছুটা ঘাটতি কাটিয়ে উঠতে পারবে।

তালা উপজেলা কৃষি কর্মকর্তা সামসুল আলম জানান, আমনের ঘাটতি পূরণে কপোতাক্ষ তীরবর্তী কমপক্ষে ২০ টি বিলের জমির মালিকরা পানি সেচ করে বোরো ধানের উদ্যোগ নিয়েছেন। ফলে খরচ একটু বেশি হলেও তাদের টার্গেট পূরণ হবে।
তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান জানান পানি সেচ করে ধান চাষ কৃষকদের মহতি উদ্যোগ।

http://www.anandalokfoundation.com/