মেহের আমজাদ,মেহেরপুরঃ তারেক রহমানকে ইংল্যান্ড থেকে দেশে ফিরিয়ে এনে উচ্চ আদালতের রায় কার্যকর করার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মেহেরপুর জেলা ছাত্রলীগ।
আজ শুক্রবার বেলা ১১টার দিকে জেলা শিল্পকলা একাডেমীর সামনে থেকে মেহেরপুর জেলা ছাত্রলীগের সভাপতি বারিকুল ইসলাম লিজনের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে হোটেল বাজার মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ করে তারা। এসময় মেহেরপুর জেলা ছাত্রলীগের সভাপতি বারিকুল ইসলাম লিজন, সাধারণ সম্পাদক জুয়েল রানা কলেজ ছাত্রলীগের সভাপতি কুদরত-ই খোদা রুবেল সহ ছাত্রলীগের অন্যান্য নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল ও সামবেশে অংশ গ্রহন করে।