ঢাকা মহানগরীকে সবুজ বৃক্ষে সুশোভিত করার আহ্বান জানিয়েছেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩তম জন্মদিন উপলক্ষে আজ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৪নং ওয়ার্ড কাউন্সিল আয়োজিত বৃক্ষরোপণের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, মানুষের বেঁচে থাকা ও সভ্যতার বিকাশের জন্য বৃক্ষের প্রয়োজনীয়তা বলে শেষ করা যাবে না। ইট-পাথরের নগরী ঢাকায় রাস্তার ডিভাইডারসহ যেখানেই সুযোগ পাওয়া যাবে সেখানেই বৃক্ষরোপণ করতে হবে।
এক্ষেত্রে সরকারের পাশাপাশি বেসরকারি পর্যায় থেকেও এগিয়ে আসার আহ্বান জানান তিনি। প্রতিমন্ত্রী ব্যক্তিগত উদ্যোগে নিজ নিজ এলাকায় ছোট আকারে বৃক্ষরোপণ অভিযান পরিচালনার পরামর্শ প্রদান করেন।
শিল্প প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩তম জন্মদিন উপলক্ষে মিরপুর-১৪ নম্বরে স্বাধীনতা চত্বরে কাফরুল থানা আওয়ামী লীগ আয়োজিত চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন।
প্রতিমন্ত্রী সবাইকে দেশের কল্যাণে বঙ্গবন্ধু কন্যার দিক নির্দেশনা অনুসারে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে সকলকে সচেতন থাকতে হবে উল্লেখ করে শিল্প প্রতিমন্ত্রী এ সকল সমাজ ও রাষ্ট্র বিরোধীদের আইন-শৃঙ্খলা বাহিনীর নিকট ধরিয়ে দেওয়ার অনুরোধ জানান।