14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৩তম সমাবর্তন আজ

ডেস্ক
November 19, 2022 5:03 am
Link Copied!

দেশের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ৫৩তম সমাবর্তন আজ। রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মো. আবদুল হামিদের সভাপতিত্বে সমাবর্তনে বক্তা হিসেবে উপস্থিত থাকবেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. জ্যাঁ তিরল। সমাবর্তন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে বিরাজ করছে উৎসবের আমেজ। সমাবর্তনের গাউন ও বিশেষ হ্যাট পরা গ্র্যাজুয়েটদের পদচারণে মুখর ক্যাম্পাস।

বিশ্ববিদ্যালয় জনসংযোগ দফতর সূত্রে জানা যায়, এবারের সমাবর্তনে অংশ নেবেন ৩০ হাজার ৩৪৮ জন গ্র্যাজুয়েট ও গবেষক। এদের মধ্যে ২২ হাজার ২৮৭ জন ঢাবির কেন্দ্রীয় খেলার মাঠে মূল অনুষ্ঠানে যুক্ত থাকবেন। সমাবর্তনে মোট ১৫৩টি স্বর্ণপদক দেওয়া হবে। শিক্ষক-শিক্ষার্থী ও গবেষকের বিভিন্ন কাজের স্বীকৃতিস্বরূপ এসব স্বর্ণপদক দেওয়া হবে। এ ছাড়াও এবারের সমাবর্তনে ৯৭ জনকে পিএইচডি, দুজনকে ডিবিএ এবং ৩৫ জনকে এমফিল ডিগ্রি দেওয়ার কথা।

অন্যদিকে অধিভুক্ত সাত কলেজের সাত হাজার ৭৯৬ জন ডিজিটাল সমাবর্তনে অংশ নেবেন। তারা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সমাবর্তনে অংশ নেবেন। ঢাকা কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, সরকারি বাঙলা কলেজ, সরকারি তিতুমীর কলেজের গ্র্যাজুয়েটরা ঢাকা কলেজ ক্যাম্পাস এবং ইডেন মহিলা কলেজ ও বেগম বদরুন্নেছা সরকারি মহিলা কলেজের গ্র্যাজুয়েটরা ইডেন মহিলা কলেজ ক্যাম্পাস ভেন্যুতে সমাবর্তনে অংশ নেবেন।

গতকালই সমাবর্তন আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সমাবর্তন অনুষ্ঠানের সার্বিক নিরাপত্তাও নিশ্চিত করা হয়েছে। ৫৩তম সমাবর্তনের মহড়া গতকাল শুক্রবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে হয়েছে। পাশাপাশি সাত কলেজের জন্য নির্ধারিত দুটি ভেন্যুতেও মহড়া হয়েছে। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠের মহড়ায় গ্র্যাজুয়েটরা উপস্থিত থাকলেও সাত কলেজের দুই ভেন্যুতে গ্র্যাজুয়েটদের তেমন দেখা মেলেনি। কলেজের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, তারা প্রজেক্টরের মাধ্যমে সমাবর্তনে অনাগ্রহী। বিষয়টি অনেকে মেনে নিতে পারছেন না। কেউ কেউ সমাবর্তনে না আসারও সিদ্ধান্ত নিয়েছেন। এ ধরনের সমাবর্তনকে তারা নিজেদের জন্য অপমানজনক বলে উল্লেখ করেন।

অনুষ্ঠানের বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটরা খেলার মাঠের সুইমিংপুলসংলগ্ন গেট দিয়ে সমাবর্তনস্থলে প্রবেশ করবেন। তাদের জন্য সকাল সাড়ে ৯টায় গেট খোলা হবে এবং তারা বেলা ১১টার মধ্যে অবশ্যই সমাবর্তনস্থলে আসন গ্রহণ করবেন। আমন্ত্রিত অতিথিবৃন্দ জিমনেশিয়ামসংলগ্ন গেট দিয়ে সমাবর্তনস্থলে প্রবেশ করবেন। তাদের জন্য সকাল ১০টায় গেট খোলা হবে এবং তারা বেলা সাড়ে ১১টার মধ্যে অবশ্যই সমাবর্তনস্থলে আসন গ্রহণ করবেন। সমাবর্তনস্থলে প্রবেশের জন্য মাস্ক পরিধান বাধ্যতামূলক।

গ্র্যাজুয়েটদের উচ্ছ্বাস : এদিকে সমাবর্তন ঘিরে গ্র্যাজুয়েটদের মধ্যে বিরাজ করছে উৎসবের আমেজ। গত ১৭ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সমাবর্তন সামগ্রী দেওয়ার পরপরই কালো গাউন, সমাবর্তনের বিশেষ হ্যাট পরা গ্র্যাজুয়েটদের পদচারণে মুখর দেখা গেছে ঢাবি ক্যাম্পাস। ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি), কলাভবন, অপরাজেয় বাংলা, রাজু ভাস্কর্য, বটতলা, সিনেট ভবন, মল চত্বর, কার্জন হলসহ ক্যাম্পাসের প্রায় সব আলোচিত জায়গায় বিশেষ এ মুহূর্তকে ফ্রেমবন্দি করছেন সবাই।

কেউ বন্ধু-বান্ধবীদের সঙ্গে মুহূর্তগুলো স্মরণীয় করে রাখছেন, কেউ প্রিয়জনকে নিয়ে, আবার অনেক গ্র্যাজুয়েটকেই দেখা গেছে পরিবার-পরিজনদের নিয়ে ছবি তুলে স্মরণীয় করে রাখতে ব্যস্ত। অনেকেই গ্রাম থেকে বাবা-মাকে নিয়ে এসেছেন। বাবা-মাকে পরিয়ে দিচ্ছেন গাউন, হ্যাট। যেন এ অর্জন তো তাদেরই! কোনো কোনো গ্র্যাজুয়েট সমাবর্তন উৎসব পালন করছেন নিজের ছোট সন্তানের সঙ্গেও। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গত কয়েক দিন ধরেই এমন উৎসবমুখর চিত্র বিরাজ করছে।

এবারের সমাবর্তনে অংশ নেওয়া শিক্ষার্থী সিরাজুল ইসলাম সময়ের আলোকে বলেন, ‘প্রত্যেক শিক্ষার্থীর জীবনে সমাবর্তন এক আনন্দের দিন। সমাবর্তনের এই বিশেষ দিনের জন্য অনেক দিনের অপেক্ষা সবার। গাউন ও বিশেষ হ্যাট পরে বন্ধুদের সঙ্গে ছবি তোলার লোভ সামলাতে পারিনি। নিজেরও কিছু ছবি তুলেছি এ মুহূর্তগুলোকে ধারণ করে রাখার জন্য। আগে সিনিয়রদের সমাবর্তন নিতে দেখেছি, এবার নিজেই সমাবর্তন নিচ্ছি। সত্যিই এক অন্য রকম অনুভূতি, যা বলে বোঝাবার নয়।’

http://www.anandalokfoundation.com/