ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

ঢাকা জজ কোর্টের লিফট ছিঁড়ে ৫ আইনজীবীসহ ১২ জন আহত

Rai Kishori
March 7, 2019 7:32 pm
Link Copied!

বিশেষ প্রতিবেদক অসিত কুমার ঘোষ (বাবু)ঃ রাজধানীর পুরান ঢাকার সদরঘাটস্থ জেলা জজ আদালতের লিফট তার ছিঁড়ে নিচে পড়ে ৫ জন আইনজীবীসহ ১২ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে।

আজ বৃহস্পতিবার সকাল সোয়া ১০টার দিকে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, অ্যাডভোকেট আইয়ুব আলী, সুলতান আহমেদ, মিঠু, সোহাগ, মোসা. সামসুন্নাহার, আদালতের পেশকার সুমন, সুজন, মহুরী আমিন, লিফটম্যান জাহাঙ্গীর আলম, আদালতে অফিস সহকারী জহিরুল এবং সাক্ষী আনজুমান আরাসহ ১২ জন।

কোতয়ালী জোনের সিনিয়র সহকারী পুলিশ সুপার বদরুল হাসান জানান, আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং অর্থপেডিক হাসপাতাল (পঙ্গু হাসপাতাল) ভর্তি করা হয়েছে।

জানা গেছে, ৩৯ বছর ধরে চলা ৮ জন ধারণ ক্ষমতার এ লিফটে ১২ জন নিয়ে উপরে ওঠার কারণে এ দূর্ঘটনা ঘটেছে। লিফটি ছিড়ে পড়ায় আদালত অঙ্গনে বইছে সমালোচনার ঝড়।

এ সম্পর্কে ঢাকা আইনজীবী সমিতির সভাপতি গোলাম মোস্তফা খান বলেন, ৩৯ বছর আগের লিফট। ২৪ হাজার আইনজীবীর এ আদালতে কিভাবে এ লিফট চলে। সংশিষ্ট কর্তৃপক্ষকে অবশ্যই এর দায়ভার নিতে হবে। এদিকে এ ঘটনার পর ঢাকার প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রদীপ কুমার রায়কে প্রধান করে চার সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। যাদের আগামী সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদনে জমা দিতে বলা হয়েছে। ঢাকার জলা ও দায়রা জজ মো: হেলাল উদ্দিন চৌধুরী এ তদন্ত কমিটি গঠন করেছেন। কমিটির সদস্যরা হলেন- ঢাকার যুগ্ম জেলা ও দায়রা জজ উৎপল ভট্টাচার্য, ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজী আশরাফুজ্জামান এবং ইএম ডিভিশনের নির্বাহী প্রকৌশলী কাজী মাশফিক আহমেদ।

এছাড়া ওই ঘটনায় ঢাকার জেলা ও দায়রা জজের নাজির তরিকুল আলম কোতয়ালী থানায় একটি সাধারণ ডায়েরী (জিডি) করেছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সকাল ৯টা থেকে লিফটি চলছিল। সকাল সোয়া ১০টার দিকে লিফটম্যানসহ ১১ জনকে নিয়ে উপরে ওঠার সময় হঠাৎ বিকট শব্দ শুনতে পাই। মুহুর্তে নিচতলা ধোয়ায় আচ্ছন্ন হয়ে যায়। আমরা লিফটের ভেতর থেকে চিৎকারের আওয়াজ শুনছিলাম। তখন লিফটের লাইনে দাঁড়িয়ে থাকা আইনজীবী এবং আমরা মিলে লিফটের গেট টেনে খুলে আহতদের রক্তাক্ত অবস্থায় বের করে হাসপাতালে পাঠাই। পরে ফায়ার সার্ভিসের লোক আসে।

এতো বছরের পুরাতন লিফট এখনো চলার বিষয়ে জানতে চাইলে জেলা জজ আদালতের নাজির তরিকুল আলম বলেন, লিফটি দেখভালের দায়িত্ব ছিল পিডব্লিউডি। প্রতিষ্ঠানটি রশিদ এন্টারপ্রাইজের মাধ্যমে একজন লিফটম্যান নিয়োগ দিয়ে লিফটি চালাতেন। এজন্য লিফটের ভালমন্দের বিষয়ে আমরা বলতে পারব না।

http://www.anandalokfoundation.com/