স্টাফ রিপোর্টার: বিএনপির স্থায়ী কমিটির প্রবীণ সদস্য ড. আর গণিকে ব্যাংকক নেয়া হয়নি শারীরিক অবস্থা অপরিবর্তিত থাকায়। শুক্রবার সকালে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তাকে ব্যাংকক নেয়ার কথা ছিল।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান একথা জানিয়েছেন।
বিএনপির এই প্রবীণ নেতা গত তিনদিন ধরে রাজধানীর স্কয়ার হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন আছেন।
এদিকে বৃহস্পতিবার রাতে দলের এই সহকর্মীকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, চেয়ারপারসনের উপদেষ্টা ক্যাপ্টেন সুজা উদ্দিন, বিএনপির সহ-দপ্তর সম্পাদক শামীমুর রহমান, চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান প্রমুখ।
হাসপাতালে ড. আর এ গণির পাশে আছেন তার এক ছেলে এবং মেয়ে আছেন। তারা দেশবাসীর কাছে বাবার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।