বিশেষ প্রতিবেদক,ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে আর্ন্তজাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে ।এ উপলক্ষে দিনটি পালনে র্যালী ও আলোচনা সভা হয়।
বৃহস্পতিবার(১অক্টোবর) সকালে ’নগর পরিবেশ উন্নয়নে প্রবীণদের অংশগ্রহন নিশ্চিতকরণ’ এ প্রতিবাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁও প্রবীণ হিতৈষী সংঘ,জেলা প্রশাসন ও সমাজ কল্যান সেবা দপ্তর জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি র্যালী বের করে।
র্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।পরে জেলা প্রশাাসন সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এসময় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মুকেশ চন্দ্র বিশ্বাস,সমাজ সেবা অধিদপ্তরের উপপরিচালক এসএম রফিকুল ইসলাম,সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আখতারুজ্জামান সাবু,জেলা প্রবীণ হিতৈষী সংঘের সভাপতি অধ্যক্ষ খলিলুর রহমান,সাধারন সম্পাদক,জয়নাল আবেদীন,কালেক্টরেট স্কুলের প্রধান শিক্ষক নলিনী মোহন্ত,শিক্ষাবিদ ইয়াকুব আলী,জালাল উদ্দীন,মমতাজ বেগম,ফয়জুল ইসলাম ও সাংবাদিক মামুন অর রশিদ প্রমুখ।