13yercelebration
ঢাকা

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে বকেয়া বেতনের দাবীতে ও সরকারি স্কেলভূক্ত প্রসঙ্গে

admin
May 3, 2016 1:51 pm
Link Copied!

ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ী হাট সাব রেজিষ্ট্রী অফিসে এক্সট্রা মোহরার (নকল নবিশ) ১২মাসের পারিশ্রমিক বকেয়া বিল পরিশোধ ও সরকারি স্কেল ভূক্ত করার দাবীতে ১৮/০৪/২০১৬ইং হইতে ২১/০৪/২০১৬ইং পর্যন্ত অর্ধদিবস ও ২৪/০৪/২০১৬ইং হইতে ২৮/০৪/২০১৬ইং পর্যন্ত পূর্ণ দিবস কর্ম বিরতী পালিত হচ্ছে।

এসময় বক্তব্য রাখেন নকল নবিস সমিতির এডহ্ক কমিটির সভাপতি মীর আজাদ আলী ও সংগঠনের সকল নকল নবিসগণ। এসময় বক্তারা এক্সট্রা মোহরাদের বাড়ী ভাড়া, চিকিৎসা ও শিক্ষা ভাতা, যাতায়াত ভাতা, টিফিন ভাতা, মহার্ঘ ভাতা ও সরকারি যাবতীয় সুযোগ সুবিধা সহ অবিলম্বে পারশ্রমিক বিল পরিশোধ ও সরকারি স্কেল ভুক্ত করণের জোর দাবী জানান। এবং পূর্ণ দিবস চলাকালীন দেখা যায়, দলিলের জাবেদা নকল পাওয়া যাচ্ছে না বলে জানান দলিলের দাতা গ্রহিতাগণ ও এলাকাবাসী।

http://www.anandalokfoundation.com/