14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

জুড়ীতে রথযাত্রা ও ঐতিহ্যবাহী পৌষ মেলা শুরু

admin
January 17, 2016 11:29 am
Link Copied!

হাফিজুল ইসলাম,জুড়ী (মৌলভীবাজারের)প্রতিনিধিঃ উপজেলার পশ্চিম জুড়ী ইউনিয়নের কৃষ্ণনগর ৫৩ তম শ্রী শ্রী দধি সংক্রান্তি রথযাত্রা ও ঐতিহ্যবাহী পৌষ মেলা শুরু হয়েছে। ৩ দিনের আয়োজনের শুরুতে মেলাটি প্রাণখুঁজে না পেলেও আয়োজকদের
আশা আগামীকাল থেকে মেলা জমেউঠবে।

সরেজমিনে কৃষ্ণনগর ঐতিহ্যবাহী পৌষ মেলায় গিয়ে দেখাযায়, দোকানিরা মেলার মাঠে খেলনারপসরা সাজিয়ে বসেছে। দুপুর শেষহতেই মেলা প্রাঙ্গণে ছুটাছুটি শুরুকরেছে শিশু-কিশোররা। মেলায় মাটিরহাড়ি, পিঠা তৈরির সাঝ, পিড়ি, মালসা, জলচৌকি,রান্নার তৈজসপত্রসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী এছাড়াও মেলার নিমকি, শখের মিঠাই, চানাচুর, খই,বাতাসাসহ হরেক রকম খাবারের গন্ধেভারি হয়ে উঠছে। মেলায় এসেছে কুমারদের মাটির স্বপ্নের বহিঃপ্রকাশ মৃত্শিল্প।তারা মাটি ছেনে তৈরি করেছেদেশি-বিদেশি ফলের রঙ্গিন ব্যাংক,সাহেব-মেম, কিংবা বউ পুতুল, মাটির গরু,ছাগল, হাতি, বাঘ, সিংহ, ঘোড়া,কুমির, হাঁস,মুরগি, মাছ, পেখম তোলা ময়ূর, পাখি।

কৃষ্ণনগর আদর্শ পূজাউদযাপন কমিটির সভাপতি যোগেশ রিকমন ও সম্পাদক মহাদেব রিকমন সকলের  সহযোগিতা কামানা করেছেন। এদিকে প্রথমবারের মত একতা যুব সংঘের আয়োজনে ধামাই চা বাগানে শুরু হয়েছে ৩ দিনের পৌষ পার্বন উৎসব।

উৎসব গিরে বসেছে মেলা ২য় দিনে মেলার পাশাপাশি আয়োজকরা আয়োজন করেছে সাংস্কৃতিক অনুষ্ঠানের আর এসব আয়োজন উপভোগ করার জন্য বিশেষ ভাবে অনুরুধ করেছেন একতা যুব সংঘের সভাপতি রাজেন পাল, সম্পাদক বিরাজ পাল, প্রচার সম্পাদক ইন্দ্রজিৎ পাল ও কোষাদক্ষ হেমন্ত পাল।

http://www.anandalokfoundation.com/