হাফিজুল ইসলাম, জুড়ী প্রতিনিধিঃ মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলা পশ্চিম জুড়ী ইউনিয়নের বাছিরপুরে ১ কোটি ১৮ লক্ষ টাকা ব্যয়ে উপজেলা প্রাণিউন্নয়ন কেন্দ্রের উদ্বোধন করা হয়।
আজ বৃহস্পতিবার দুপুর ১ টায় উপজেলা প্রাণিউন্নয়ন কেন্দ উদ্বোধন করেন উদ্বোধনী অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে ছিলেন জাতীয় শংসদের হুইপ মো.শাহাব উদ্দিন এমপি, বিশেষ অতিথি হিসাবে ছিলেন, উপজেলা চেয়ারম্যান গুলশানা আরা চৌধুরী মিলি, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাছির উল্লাহ খান, মহিলা ভাইস চেয়ারম্যান রঞ্জিতা শর্মা, ডাঃ অচিন্ত কুমার শহা বিভাগীয় উপ পরিচালক, ডাঃ শাহিদুজ জামান মৌলভীবাজার জেলা পাণি কর্মকতা, উপজেলা আওয়ামী লীগের আহবায়ক আজির উদ্দিন মাস্টার, যুগ্ম আহবায়ক বদরুল হোসেন, সফিক উদ্দিন, পশ্চিম জুড়ী ইউনিয়নের চেয়ারম্যান শ্রী কান্ত দাস, মঈন উদ্দিন মইজন, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক রিঙ্কু রঞ্জন দাস, ছাত্রলীগ নেতা শেখরুল ইসলাম, আব্দুল হান্নান, স্থানীয় আ’লীগ নেতা এম এ সালাম প্রমুখ।