13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

জি-সেভেন প্রতিরক্ষা শীর্ষ সম্মেলন শুরু, আলোচ্যসূচীতে বিশ্বের সংঘাতময় পরিস্থিতি

Link Copied!

জি-সেভেন সম্মেলনের প্রতিরক্ষামন্ত্রীরা গতকাল শনিবার মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি এবং ইউক্রেনের ওপর চাপ বৃদ্ধির প্রেক্ষাপটে আলোচনা শুরু করেছেন। ন্যাটো প্রধান মার্ক রুট ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্রনীতি প্রধান জোসেপ বোরেলসহ উপস্থিত সকলকে স্বাগত জানান ইতালির প্রতিরক্ষামন্ত্রী গুইদো ক্রসেইতো। শীর্ষ সম্মেলনের আলোচ্যসূচিতে রয়েছে ইউক্রেনের যুদ্ধ, আফ্রিকার উন্নয়ন ও নিরাপত্তা এবং এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পরিস্থিতি।

গুইদো ক্রসেইতো সম্মেলনটি উদ্বোধন করার সময় বলেন, ‘আমি বিশ্বাস করি, আমাদের আজকের উপস্থিতি… যারা আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাকে বাধাগ্রস্ত করার চেষ্টা করে তাদের জন্য একটি শক্তিশালী বার্তা পাঠাবে।’

গ্রুপ অফ সেভেন-এর সাতটি দেশের মধ্যে পালাবদলে এখন ইতালি সভাপতিত্বের দায়িত্ব পালন করছে। তারা দক্ষিণাঞ্চলীয় শহর নেপলসে প্রতিরক্ষার জন্য নিবেদিত সংস্থার প্রথম মন্ত্রী পর্যায়ের বৈঠকের আয়োজন করে। নেপলসে ন্যাটোর একটি ঘাঁটিও রয়েছে।

গুইদো ক্রসেইতো বলেন, ‘ইউক্রেনে রাশিয়ার নৃশংস আগ্রাসন এবং মধ্যপ্রাচ্যের বাস্তব সঙ্কটময় পরিস্থিতি, একইসাথে সাব-সাহারান আফ্রিকার মধ্যে গভীর অস্থিতিশীলতা এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে ক্রমবর্ধমান উত্তেজনা একটি নেতিবাচক অদূর ভবিষ্যতের জন্য পূর্বাভাসসহ একটি অবনতিশীল নিরাপত্তা কাঠামো তুলে ধরে।’ ক্রসেইতো এক দিন আগে ব্রাসেলসে বলেছিলেন, ‘এক দিনের শীর্ষ সম্মেলনের সময় ক্রমবর্ধমান মধ্যপ্রাচ্য সঙ্ঘাত নিয়ে আলোচনার জন্য যথেষ্ট জায়গা দেয়া হবে।’

http://www.anandalokfoundation.com/