ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

জামায়াতের সঙ্গে দূরত্ব রাড়ছে বিএনপির

admin
January 7, 2016 10:48 am
Link Copied!

রংপুর প্রতিনিধি: রংপুর বিভাগে বিএনপির রাজনৈতিক মিত্র জামায়াতের সঙ্গে তাদের সম্পর্কের দূরত্ব বাড়ছে। আর তা দিন দিন প্রকাশ্য রূপ নিচ্ছে। পরস্পর সন্দেহ-অবিশ্বাসের জেরে ছাড় দিচ্ছে না কেউ কাউকে। এরই প্রভাব পড়েছে সম্প্রতি অনুষ্ঠিত পৌরসভা নির্বাচনে।

এই নির্বাচনে রংপুর বিভাগের ২০টি পৌরসভার আটটিতেই বিএনপির পাশাপাশি প্রার্থী ছিল জামায়াতের।

এদিকে স্থানীয় বিএনপির অনেক নেতা বলছেন, তারা আর জামায়াতকে নিয়ে কোনো সভা-সমাবেশ করতে চান না। জামায়াতের কারণে ভাবমূর্তির সংকট হচ্ছে বিএনপির।

তবে রংপুর বিভাগের বিএনপির ভালো করতে না পারার জন্য পাল্টাপাল্টি অভিযোগ আছে উভয় দলের মাঠপর্যায়ের কর্মীদের মধ্যে। বিএনপির কর্মীরা বলছেন, জামায়াত বিএনপির প্রার্থীদের ভোট দেয়নি। আর জামায়াতের দাবি, তারা বিএনপির প্রার্থীদের ভোট দিয়েছে, কিন্তু বিএনপির নেতাকর্মীরা টাকার কাছে বিক্রি হয়ে অন্য প্রার্থীর পক্ষে কাজ করায় দলের প্রার্থীরা প্রত্যাশা অনুযায়ী ভোট পাননি।
এদিকে, বিএনপির কর্মীরা পৌর নির্বাচনের মূল্যায়ন করতে গিয়ে বলছেন, জামায়াতের সহিংসতার কারণে ভোটাররা বিএনপির র্প্রাথীদের ভোট দেয়নি। সে জন্য আগামী নির্বাচনে জামায়াতকে জোট থেকে বাদ দেয়ার জন্য তারা হাইকমান্ডকে অনুরোধ জানাবেন বলেও শোনা যাচ্ছে।

খোঁজ নিয়ে জানা গেছে, গত উপজেলা নির্বাচনে জামায়াতের মনোনীত প্রার্থী কুড়িগ্রাম জেলা জামায়াতের আমির অধ্যাপক আজিজুর রহমান সরকার স্বপন ভুরুঙ্গামারী উপজেলায় চেয়ারম্যান পদে নির্বাচন করেন। ওই নির্বাচনে বিএনপি তাকে ছাড় না দিয়ে বিএনপিও প্রার্থী দেয়। শুধু তা-ই নয়, ভোটের মাঠে বিএনপির প্রথম সাঁরির অনেক নেতা জামায়াতকে কটূক্তি করে বক্তব্য দেন। এমনকি জোটের প্রধান শরিককে স্বাধীনতাবিরোধী আখ্যায়িত করে তাদের ভোট না দিতে ভোটারদের প্রতি আহ্বানও জানানো হয়।  এ ঘটনায় ক্ষুব্ধ হয় জামায়াত।
ওই নির্বাচনে জামায়াতের প্রার্থী আজিজুর রহমান সরকার অল্প ভোটে আওয়ামী লীগের প্রার্থীর কাছে হেরে যান।

সাধারণ ভোটাররা বলছেন, নিজেদের প্রার্থীর হারের জন্য বিএনপিকে দায়ী করে জামায়াত। এ কারণে পৌরসভা নির্বাচনে কুড়িগ্রামের তিনটি পৌরসভায় বিএনপির প্রার্থী জামায়াতের একচেটিয়া ভোট পায়নি।

বিষয়টি অস্বীকার করে নাম প্রকাশ না করার শর্তে জামায়াতের স্থানীয় নেতারা বলছেন, মাঠে বিএনপির অনেক নেতাই টাকার কাছে বিক্রি হয়েছেন। এমনকি মামলার ভয়ে কেউ জাতীয় পার্টি, না হয় আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে কাজ করেছেন। এমন অনেক প্রমাণ তাদের কাছে আছে বলে তাদের দাবি।
একই অবস্থা জেলার নাগেশ্বরী পৌরসভায়। সেখানে বিএনপির প্রার্থী আদম আলী পেয়েছেন মাত্র ছয় হাজার ৭০০ ভোট। অথচ বিএনপি এই নাগেশ্বরীতে অন্যান্য নির্বাচনে এর চেয়ে বেশি ভোট পেয়েছে। স্থানীয় লোকজনা বলছেন, এত কম ভোট পাওয়ার কথা নয় বিএনপির। জামায়াত ভোট না দিলেও বিএনপির ভোট ১০ হাজার পেরিয়ে যাওয়ার কথা ছিল। আওয়ামী লীগ ও জাতীয় পার্টির ভোট জরিপেও বিএনপির প্রার্থী এগিয়ে ছিলেন বলে একটি সূত্র নিশ্চিত করেছে।

নাগেশ্বরী পৌরসভায় খোঁজ নিয়ে জানা গেছে, নির্র্বাচনে জামায়াতের কর্মীরা প্রকাশ্যে বিএনপির পক্ষে কাজ করেননি। এমনকি বিএনপির অনেক কর্মী আওয়ামী লীগ ও জাতীয় পার্টির পক্ষে কাজ  করেছেন বলে অভিযোগ আছে।
একই অবস্থা হয়েছে কুড়িগ্রাম সদর ও উলিপুর পৌরসভাতেও।

এদিকে জামায়াতের মাঠপর্যায়ের কর্মীদের সঙ্গে কথা বললে তারা দাবি করেন, তাদের ভোট দেয়ার বিষয়ে হাইকমান্ডের কোনো নির্দেশনা ছিল না। এ ছাড়া দলের জেলা পর্যায় থেকেও সেভাবে কিছু বলা হয়নি।

এদিকে রংপুরের বদরগঞ্জে লজ্জাজনক ভোট পেয়েছেন বিএনপির প্রার্থী অধ্যাপক পরিতোষ চক্রবর্তী। এখানে প্রার্থীর অভিযোগ খোদ দলের নেতাকর্মীদের বিরুদ্ধে। তিনি অভিযোগ করে বলেন, “বিএনপির প্রথম সারির অনেক নেতাকর্মীই আমাকে ভোট দেয়নি। উল্টো নির্বাচন থেকে সরে দাঁড়ানোর জন্য আমাকে চাপ দেয়া হয়েছে। এমনকি দলের নেতারা ২০ লাখ টাকা পর্যন্ত প্রস্তাবও দিয়েছেন।”

বদরগঞ্জের স্থানীয় সূত্র জানায়, এই পৌরসভায় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলামের বাড়ি। পৌরসভাতেই জামায়াতের ভোট রয়েছে দুই হাজারের বেশি। রংপুর আঞ্চলিক নির্বাচন অফিস সূত্র জানায়, রংপুরের বদরগঞ্জ পৌরসভায় বিএনপি প্রার্থী দিলেও জামায়াতের প্রার্থী ছিল না।

দ্ইু দলেরই প্রার্থী ছিলেন পঞ্চগড় সদরে। ‘নারিকেল গাছ’ প্রতীক নিয়ে এখানে নির্বাচন করেন জেলা জামায়াতের আমির আব্দুল খালেক। তবে বিএনপির প্রার্থী তৌহিদুল ইসলাম ১৩ হাজার ৮৭৬ ভোটে পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন।

অন্যদিকে নীলফামারীর জলঢাকা ও সৈয়দপুর পৌরসভায়ও বিএনপির পাশাপাশি প্রার্থী দেয় জামায়াত। জলঢাকায় বিএনপির প্রার্থী ফাহমিদ ফয়সাল চৌধুরী নির্বাচিত হন। আর সৈয়দপুরের ফল স্থগিত রয়েছে, সেখানে  বিএনপির প্রার্থী ভোটে এগিয়ে আছেন।
জামায়াত অধ্যুষিত জেলা গাইবান্ধার তিনটি পৌরসভার দুটিতে র্প্রাথী ছিলেন জামায়াতের। এর মধ্যে সদর পৌরসভায় বিএনপির প্রার্থীর সঙ্গে জামায়াতও প্রার্থী দেয়।
আর দিনাজপুরের ৫টি পৌরসভার মধ্যে তিনটিতে জামায়াতের প্রার্থী ছিলেন। এর মধ্যে একটিতে তাদের প্রার্থী জয় পেয়েছেন।
এসব জেলার নেতাকর্মী ও সাধারণ ভোটারদের সঙ্গে কথা বলে জানা যায়, দুই দলের মধ্যে চলা স্নায়ুযুদ্ধের কারণে পৌরসভা নির্বাচনে বিএনপি খারাপ করেছে। কারণ যেসব জায়গায় জামায়াতের প্রার্থী ছিলেন না অথচ বিএনপি হেরেছে, সেখানেও জামায়াতকে দায়ী করা হচ্ছে। আর যেখানে বিএনপি ও জামায়াত প্রার্থী ছিলেন, সেখানে এই দুই দলের কর্মীদের মধ্যে সম্পর্ক ভালো ছিল না। ফলে নির্বাচনে রংপুর বিভাগের অধিকাংশ পৌরসভা বিএনপির হাতছাড়া হয়েছে।
স্থানীয় রাজনীতিকরা বলছেন, দুই দল সমন্বয় করে প্রার্থী দিলে এবং জোটবদ্ধ হয়ে কাজ করলে বিএনপি-জামায়াতকে লজ্জাজনক ভোট পেতে হতো না। বরং ফলাফল বিএনপির ঘরে আসত।
পৌর নির্বাচনে বিএনপিকে নিয়ে জামায়াত যেসব অভিযোগ করেছে, তা নাকচ করে দিয়ে কুড়িগ্রাম জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান রানা বলেন, “পৌরসভা নির্বাচনে বিএনপির প্রার্থীদের ভোট দেয়নি জামায়াতের নেতাকর্মীরা। তা ছাড়া তাদের সঙ্গে জোটের কারণে বরং নির্বাচনে বিএনপির ক্ষতি হয়েছে। তাদের বোমাবাজিতে ভাবমূর্তির সংকটে পড়ছে বিএনপি। আমরা এ ধরনের রাজনীতিতে বিশ্বাস করি না। ভবিষ্যতে জামায়াতকে  নিয়ে আর কোনো সভা-সমাবেশ-মিছিল করতে চাই না আমরা।” তিনি আশা করেন, দলের হাইকমান্ড বিষয়টি বিবেচনা করে দেখবেন।
এ ব্যাপারে কথা বলতে  জেলা জামায়াতের আমির অধ্যাপক আজিজুর রহমান সরকার স্বপনের কথা বলতে তার মোবাইল ফোন নম্বরে যোগাযোগের চেষ্টা করা হলে নম্বরটি ‘আনরিকগনাইজড’ বলে জানায়  সংশ্লিষ্ট মোবাইল ফোন অপারেটর।
সার্বিক বিষয়ে রংপুর বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলুর সঙ্গে কথা বলতে একাধিকবার চেষ্টা করলেও তিনি ফোন ধরেননি। ব্যক্তিগত মোবাইলে ক্ষুদে বার্তা পাঠালেও কোনো সাড়া পাওয়া যায়নি।

http://www.anandalokfoundation.com/