ঝিনাইদহ প্রতিনিধি ॥ ১৮ জুলাই’২০১৭: “মাছ চাষে গড়বো দেশ, বদলে দেব বাংলাদেশ” এই শ্লোগানকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে ঝিনাইদহে সংবাদ সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার ঝিনাইদহ প্রেসক্লাব মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য প্রদাণ করেন জেলা মৎস্য অফিসার আব্দুল আজিজ। অনুষ্ঠানে ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হান, সাধারণ সম্পাদক শেখ সেলিম, সাবেক সভাপতি এম সাইফুল মাবুদ, সাবেক সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন জোয়ার্দ্দার, মাহমুদ হাসান টিপু বক্তব্য রাখেন।
১৮ থেকে ২৪ জুলাই পর্যন্ত মৎস্য সপ্তাহ পালন করা হবে। এ উপলক্ষ্যে আয়োজন করা হয়েছে র্যালী, আলোচনা সভা, মাছের পোনা অবমুক্তকরণ, বিতর্ক প্রতিযোগী, পুরস্কার বিতরণসহ নানা অনুষ্ঠানের।