14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

কালীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চার চেয়ারম্যান প্রার্থী জামানত হারাচ্ছেন

Link Copied!

প্রথম ধাপের উপজেলা নির্বাচনে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যন নির্বাচনে মাঠে নামেন ৫জন প্রার্থী তার মধ্যে চার জন চেয়ারম্যান প্রার্থী তাদের জামানত হারাচ্ছেন। তাঁরা হলেন চেয়ারম্যান প্রার্থী মোঃ এমদাদুল হক সোহাগ (কাপপিরিচ), মোঃ জাহাঙ্গীর হোসেন সোহেল (টেলিফোন), মোঃ মতিয়ার রহমান মতি (মোটরসাইকেল), ও মোঃ রাশেদ শমশের (হেলিকপ্টার) প্রতিক এই চার প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হচ্ছে। গতবুধবার (৮মে) প্রথম ধাপে কালীগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়।

ঘোষিত ফলাফল অনুযায়ী, কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন শিবলী নোমানী। তিনি ভোট পেয়েছেন ৪২ হাজার ৬শ ৭৫টি। তাঁর প্রতিদ্বন্দী প্রার্থী মোঃ মতিয়ার রহমান মতি মোটরসাইকেল প্রতিকে ৫হাজার ৫শ ৭২ভোট পেয়ে তিনি জামাানত হারাচ্ছেন। মোঃ জাহাঙ্গীর হোসেন সোহেল টেলিফোনে প্রতিকে ৪হাজার ৮শ ১৮ভোট পেয়ে তিনি জামানত হারাচ্ছেন। কাপপিরিচ প্রতিকে মোঃ ইমদাদুল হক সোহাগ ৩হাজার ৬শ ২৩ভোট পেয়ে জামানত হারাচ্ছেন। এছাড়াও মোঃ রাশেদ শমশের হেলিকপ্টার প্রতিকে ৩হাজার ৫শ ১৯ ভোট পেয়ে তিনিও জামানত হারাচ্ছেন। এবার নির্বাচন কমিশনে প্রার্থী হওয়ার জন্য জামানত দিতে হয়েছে চেয়ারম্যান পদে এক লাখ।

কালীগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা রশিদুল ইসলাম জানান, এই উপজেলা পরিষদ নির্বাচনে মোট ভোট কেন্দ্র ছিলো ৯১টি। কালীগঞ্জ উপজেলায় মোট ভোটার ২লাখ ৪৪ হাজার ৯শ ২৪ জন। এর মধে পুরুষ ভোটার এক লাখ ২৪হাজার ৩শ ২৯জন, মহিলা ভোটার এক লাখ ২০হাজার ৫শ ৯২জন, তৃতীয় লিঙ্গের ৩জন। ভোট পড়েছে ৬৩হাজার ১শ ১৬টি। অর্থাৎ ভোট পড়েছে মাত্র ২৫ দশমিক ৭৭ শতাংশ। নির্বাচন কমিশনের আইন অনুযায়ী, প্রতিদ্বন্দীতাকারী প্রার্থীর প্রাপ্ত ভোট যদি মোট প্রদত্ত ভোটের ১৫ শতাংশের কম হয় তাহলে তাঁর জামানত বাজেয়াপ্ত হবে। হিসাব করে দেখা গেছে, মোট প্রদত্ত ভোট ৬৩ হাজার ১শ ১৬ এর ১৫ শতাংশ ভোট দাড়ায় ৯ হাজার ৪শ ৬৭.৪টি। সেই ক্ষেত্রে কালীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ৪জন চেয়ারম্যান প্রার্থী তাদের জামানত হারাচ্ছেন।

http://www.anandalokfoundation.com/